ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা হ্যান্ডবলের শিরোপা বিজেএমসির

প্রকাশিত: ০৪:৩২, ৩ জানুয়ারি ২০১৬

জাতীয় মহিলা হ্যান্ডবলের শিরোপা বিজেএমসির

স্পোর্টস রিপোর্টার ॥ এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএসমি। গতকাল শনিবার অনুষ্ঠিত ফাইনালে বিজেএমসি ২৮-১৯ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে প্রতিযোগিতায় এ গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৭ গোলে এগিয়ে ছিল। বিজেএসসির পক্ষে শিরিনা ১০ ও ডালিয়া ৬ গোল এবং বাংলাদেশ আনসারের পক্ষে রুবিনা ৭ ও নীশি ৫ গোল করেন। বিজেএমসির শিরিনা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গত ২৮ ডিসেম্বর শুরু হয় এবারের প্রতিযোগিতা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার দাবাড়ু রানী হামিদ এবং সামিনা মুহিত। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, মোঃ হাসান উল্লাহ খান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। একই ভেন্যুতে অনুষ্ঠিত স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ ১৪-৭ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে। বিজয়ীদল প্রথমার্ধে ৯-২ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশের পক্ষে হাসিনা ও এ্যানি যথাক্রমে ৫ গোল করে এবং নওগাঁ জেলার পক্ষে নুরজাহান ও আঁখি যথাক্রমে ২ গোল করে।
×