ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোধাবী মুখ

প্রকাশিত: ০৪:১৮, ৩ জানুয়ারি ২০১৬

মোধাবী মুখ

জুবাইদা শারমিন জুবাইদা শারমিন নাদিয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় বরগুনার আঁচল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ+ পেয়েছে। নাদিয়া ব্যবসায়ী গাজী আঃ মান্নান এবং আমতলী বন্দর মাদ্রাসার কম্পিউটার বিভাগের শিক্ষিকা মিসেস নুসরাত শারমিনের মেয়ে।-বিজ্ঞপ্তি সামান্তা তামরিন সামান্তা তামরিন আহমেদ পন্যিকা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা খন্দকার তানমিম আহমেদ একজন ব্যবসায়ী এবং মাতা এলিজা আখতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মরত। -বিজ্ঞপ্তি আবির আহমেদ মোঃ আবির আহমেদ জেএসসি পরীক্ষায় মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। আবির ২০১২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বুগীর গ্রামের মরহুম আব্দুল হক ভূঁইয়া ও আছিয়া হকের দৌহিত্র। তার বাবা আবু জামাল ভূঁইয়া এবং মাতা সুফিয়া ইয়াসমিন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়, ঢাকায় কর্মরত। -বিজ্ঞপ্তি রিজভী রেজওয়ানাজ্জামান রিজভী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মহানগর আইডিয়াল স্কুল ঢাকা হতে জিপিএ-৫ পেয়েছে। সে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাটারাম ডাঃ পাড়া গ্রামের নুরুজ্জামান মিয়া ও রাশেদা বেগমের দৌহিত্র। তার বাবা রাশেদুজ্জামান পানিসম্পদ মন্ত্রণালয় ও মাতা তাসলিমা বেগম ব্র্যাকে কর্মরত। -বিজ্ঞপ্তি
×