ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ৩ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

দুই যুবলীগ কর্মী আটক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে নির্বাচনপরবর্তী সহিংসতার ঘটনায় নিহত যুবলীগ কর্মী পারভেজ আহমদ হত্যাকা-ের ঘটনায় পুলিশ সুমন (২৮) ও চান মিয়া(৪৫) নামে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে। উদ্ধার করেছে হত্যাকা-ে ব্যবহৃত দা ও রড। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার যুবলীগ কর্মী পারভেজের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লাশ। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের পক্ষে কাজ না করার জেরে দুর্বৃত্তরা শুক্রবার রাতে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম সরকারের কর্মী পারভেজকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। যাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ জানুয়ারি ॥ গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী এলাকায় শনিবার দুপুরে অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সাদারানী (৫৫) নামে এক যাত্রী মারা গেছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ানী সাদেকপুর গ্রামের সাদা মিয়ার স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদলাগাড়ী গ্রামে জামাই তোতা মিয়ার বাড়ি থেকে অটোবাইকযোগে নিজ বাড়িতে ফেরার সময় তার গলায় পেঁচানো ওড়না অটোবাইকের চাকায় জড়িয়ে যায়। পানির বালতিতে পড়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভরা পানির বালতিতে পড়ে গিয়ে দুই বছরের শিশুকন্যা ইছামনির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টায় ঘটনাটি ঘটে ডোমার উপজেলার চিলাহাটি বন্দরের কামাতপাড়ায়। শিশুটি বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের চিলাহাটির শাখার কর্মকর্তা ইসরাইল হোসেনের মেয়ে। অস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২ জানুয়ারি ॥ তিতাস উপজেলা আওয়ামী লীগের (একাংশে) সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে লক্ষ্য করে গুলির ঘটনায় অস্ত্রসহ এক যুবক আটক হয়েছে। উক্ত ঘটনায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আজ শনিবার গাজীপুর দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আটককৃত যুবক উপজেলার মধ্য আকালিয়া গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫)। যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ জানুয়ারি ॥ বসতবাড়িতে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও তা-ব চালানোর ঘটনায় পুলিশ শনিবার দুপুরে অনিক নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় হামলার শিকার পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে কলাপাড়া থানায় মোজাহারউদ্দিন বিশ^াস কলেজের শিক্ষক লিয়াকত আলীসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের নেছারিয়া সড়কে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, আমতলী বরগুনা, ২ জানুয়ারি ॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আবাসনের ঘরে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকা-ে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। জানা গেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আবসন প্রকল্পের রওশনারা বেগমের ঘর থেকে শুক্রবার রাত ৮টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও আমতলী দমকল বাহিনীর সদস্যরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গ্রামের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিষ্ঠিত ঢাকায় উত্তর বরিশাল জনকল্যাণ সংস্থা (এনবিএইচডি)’র অর্থায়নে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দুঃস্থ শীতার্তদের মাঝে শনিবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু দু’শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা আব্দুর জব্বার শরিফাবাদী, সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী ফরাজী, এনবিএইচডি’র সদস্য কাওসার হোসেন বাবু, ইকবাল হোসেন, সানাউল খলিফা, মাসুম তালুকদার, মন্টু সরদার প্রমুখ। ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ জানুয়ারি ॥ আড়াইহাজারে মোশারফ হোসেন নামে এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী দয়াকান্দা গ্রামে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই গ্রামের প্রকৌশলী মোশারফ হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে ফেলে। পরে তারা আলমারি খুলে নগদ দেড় লক্ষ টাকা, সোয়া চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। অবস্থান ধর্মঘট পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেয়ার দাবিতে কালোব্যাজ ধারণ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছে আওয়ামী লীগের একাংশ। এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন এসএম শফি দিদারুল আলম আনোয়ার হোসেন, জহির উদ্দিন ফিরোজ।
×