ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করছে সরকার ॥ স্পীকার

প্রকাশিত: ০৪:১৭, ৩ জানুয়ারি ২০১৬

মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করছে সরকার ॥ স্পীকার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২ জানুয়ারি ॥ শিক্ষার্থীরা যাতে তাদের মেধা ও প্রতিভা বিকাশ করতে পারে সেই ধরনের সুযোগই তৈরি করছে বর্তমান সরকার এবং শিক্ষার মান যাতে আরও উন্নত করা যায় সে ব্যাপারে কাজ করছে শিক্ষা সংশ্লিষ্টরা এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী। তিনি শনিবার কালিয়াকৈরে নতুন প্রতিষ্ঠিত আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের ছেলে মেয়ারা অত্যন্ত মেধাবী, এটা হচ্ছে আমাদের বড় গর্বের জায়গা এবং এই ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের সুযোগ দিতে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভা মেয়র মজিবুর রহমান। পরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন স্পীকার। পদ্মায় ট্রলারডুবি ॥ আহত দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলের পদ্মা নদীতে মাটি খনন করার ভেকুগাড়িসহ ট্রলার ডুবির ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেন ট্রলার মাঝি আনসার আলী ও ভেকু চালক রাজন (২৫)। শনিবার হাসাইল বানারী চরাঞ্চলে মাটি খনন করার জন্য একটি ভেকু ট্রলার পদ্মা নদী দিয়ে পার করা হচ্ছিল। কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে চাচা ভাতিজা আহত নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ জানুয়ারি ॥ দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছোড়া গুলিতে চাচা শাহাবুউদ্দিনও ভাতিজা আলী হোসেন (১৯) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় শামসু ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে দু’জনই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
×