ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলশিক্ষক ও ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:১৪, ৩ জানুয়ারি ২০১৬

স্কুলশিক্ষক ও ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও স্কুল শিক্ষকসহ নিহত হয়েছে পাঁচজন। আহতের সংখ্যা ১৭। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের মাগুরা ॥ শনিবার সকালে মাগুরা-যশোর-আড়পাড়া সড়কের মাগুরা টেকক্সাইল মিলের সামনে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা রাকিবুল হাসান (৩৬) ঘটনাস্থলে নিহত এবং ১২ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাকিবুল হাসানের বাড়ি মাগুরার মহম্মদপুরের ওমেদপুর গ্রামে। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার রুদ্রনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একই উপজেলায় পূর্বরামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের স্ত্রী। ভালুকা, ময়মনসিংহ ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের হাজির বাজার নামক স্থানে ঢাকাগামী কনকচাঁপা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে কমপক্ষে বাসের পাঁচ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্স কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে পৌঁছে দেয়। অপরদিকে শুক্রবার রাত ৮টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কের ভরাডোবা কডু মার্কেট নামক স্থানে আল আমীন (২৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নারায়ণগঞ্জ ॥ বন্দরে মদনপুর-মদনগঞ্জ সড়কের কুড়িপাড়া বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসিরউদ্দিন (৪০) নামে ভ্যান চালক নিহত হয়েছে। নিহত নাসিরউদ্দিন বন্দরের চাপাতলী বাগানবাড়ী এলাকার আলী আজগর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টায়। ভ্যানচালক নাসিরউদ্দিন শুক্রবার রাতে ভ্যানটি নিয়ে কুঁড়িপাড়া চৌরাস্তা এলাকায় এলে শ্রাবণী পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পার্বতীপুর ॥ শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের নতুন বাজারের কসমেটিক ব্যবসায়ী বাবলু ম-ল (৫০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়।
×