ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীর দুই পৌরসভায় ১৬ বছর পর মেয়র পেল আ’লীগ

প্রকাশিত: ০৪:১০, ৩ জানুয়ারি ২০১৬

রাজশাহীর দুই পৌরসভায় ১৬ বছর পর মেয়র পেল আ’লীগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জামায়াতের দখলে থাকা রাজশাহীর দুটি পৌরসভায় নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মেয়র পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগের চলমান উন্নয়নে আস্থা ও পরিবর্তনে সঙ্কল্পের মনোবল থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ পুনরুদ্ধার করল মেয়র পদ। এরমধ্যে ১৬ বছর পর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে আসীন এখন আওয়ামী লীগ। ১৯৯৯ সালে গোদাগাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক। কিন্তু তার অকাল মৃত্যুতে ২০০১ সালে উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির আনোয়ারুল ইসলাম। এরপর থেকে এ পৌরসভার চেয়ার দখলে ছিল বিএনপি ও জামায়াতের। ২০০৪ সালেও এখানে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ারুল ইসলাম। আর ২০১১ সালের পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন জামায়াতের আমিনুল ইসলাম। তবে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে উল্টে যায় বিএনপি ও জামায়াতের ভীতি। এখানে এবার বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম বাবু। এদিকে প্রায় একই সময় প্রতিষ্ঠিত পবা উপজেলার কাটাখালি পৌরসভার চেয়ার শুরু থেকেই দখলে ছিল জামায়াতের। পৌরসভা প্রতিষ্ঠার পর বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে প্রশাসক হিসেবে প্রথমে নিয়োগ পান স্থানীয় জামায়াতের আমির মাজিদুর রহমান। এরপর কয়েকদফা নির্বাচনে মাজিদুর রহমানই জয়ী হয়। রাজশাহী বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকায় হওয়ায় এ পৌরসভা এলাকা এতোদিন ছিল জামায়াতের দখলেই। তবে এবারের নির্বাচনে এখানেও জামায়তের ঘাটি তছনছ করে প্রথমবারের মতো জয় ছিনিয়ে নেন আওয়ামী লীগের প্রার্থী আব্বাস আলী। জামাতের দখলে থাকা এ দুটি পৌরসভার নিজেদের প্রার্থী জয়ের ব্যাপারে সাংসদ আয়েন উদ্দিন বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে। একইসঙ্গে বিএনপি জামায়াতের প্রতি সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন যাত্রায় শামিল হয়ে সাধারণ মানুষ নৌকাকে বেছে নিয়েছে।
×