ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলমগীর-সুবর্ণার ‘অনুরণন’

প্রকাশিত: ০৩:৫৭, ৩ জানুয়ারি ২০১৬

আলমগীর-সুবর্ণার ‘অনুরণন’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের বেশিরভাগ চ্যানেলে নাটকগুলোতে ভালো গল্পের অভাবে বেশিরভাগ দর্শক সঙ্কটে ভোগে। দক্ষ নির্মাতার অভাব অথবা স্বল্প বাজেটের কারণে বাংলা নাটক দেশীয় দর্শকের চাহিদা মেটাতে পারছে না। তবে দু’একটি চ্যানেল এই বিষয়গুলো মাথায় রেখে নাটক তৈরি করে তা প্রচার করে। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে এনটিভি বরাবরই তাদের নাটকের মান বজায় রাখার চেষ্টা করে। চ্যানেলটির প্রযোজনায় অসংখ্য নাটক দর্শকদের কাছে প্রশংসিত ও সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে একক নাটক ‘অনুরণন’। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন পৃথুরাজ। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রা আলমগীর, জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আরও আছেন খালিদ হাসান রুমী, প্রিয়া আমান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে দেশবরেণ্য কথা সাহিত্যিক পারমিতা মিত্র একাকী জীবনযাপন করে চলেছেন। দীর্ঘ সময় ধরে তিনি অপেক্ষা করে আছেন কবি অনুপম আনামের জন্য। বড় শহরের বড় পত্রিকার চাকরি তাকে প্রতিষ্ঠা এনে দিলেও ব্যক্তি জীবনে তিনিও একাই। সামাজিক দায়বদ্ধতা ও সময়ের পরিক্রমায় তাদের দু’জনের দেখা হয়না বহু বছর কিন্তু আজও একে অপরের প্রতি ভালবাসার ঘাটতি নেই এতটুকু। তাদের দীর্ঘ অপেক্ষার একমাত্র যোগসূত্র ছিল একটি চিঠি। তাই বৃষ্টিস্নাত দিনে হঠাৎ পারমিতার বাড়িতে এসে হাজির হয় অনুপম। একে অপরের সাক্ষাতে তৈরি হয় এক অনুরণন। এভাবেই এগিয়ে যায় নাটক। এক সময় কাহিনী মোড় নেয় অন্য দিকে।
×