ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে মসজিদ পাহারারত সৈন্যদের ওপর গাড়ি হামলা

প্রকাশিত: ০৩:৪৯, ৩ জানুয়ারি ২০১৬

ফ্রান্সে মসজিদ পাহারারত সৈন্যদের ওপর গাড়ি হামলা

ফ্রান্সের দক্ষিণ ভেইলেন্সের লিওঁর শহরতলীর এক ব্যক্তি শুক্রবার একটি মসজিদ পাহারায় নিযুক্ত সেনাদের ওপর তার গাড়ি উঠিয়ে দেয়। এতে এক সেনা ও এক মুসলিম ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। সরকারী এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাদের গুলিতে ওই গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার প্রাণনাশের আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে তার উদ্দেশ্য জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। স্থানীয় গোয়েন্দা বিভাগের কাছে অপরিচিত ওই গাড়িচালকের বয়স ২৯ বছর। স্থানীয় এক নিউজ চ্যানেলকে ভেইলেন্সের মেয়র নিকোলাস দারাগোন বলেন, মসজিদটির সামনে চারজন সেনা ছিল। নামাজের দুই ওয়াক্তের মাঝে যখন অনেক মুসলি নামাজ পড়তে আসেন তখন একটি গাড়ি তাদের দিকে চালিয়ে নেয়া হয়। গাড়িচালক পাহারারত সেনাদের দু’বার আঘাত করার চেষ্টা করে। দ্বিতীয় চেষ্টার সময় সেনারা গুলি করে। (আইএস) জঙ্গীদের হামলায় একশ’ ৩০ জন নিহত হওয়ার পর থেকে উচ্চ সতর্কাবস্থায় আছে ফ্রান্স। সেনারা দেশজুড়ে সরকারী ভবন ও ধর্মীয় স্থানগুলোসহ স্পর্শকাতর সব এলাকা রক্ষায় নিয়োজিত আছে। নতুন বছরের উপহার! ভারতের মঙ্গলযান পৃথিবীর জন্য নতুন বছরের উপহার পাঠিয়েছে আর এটি হলো মঙ্গলযানের টুইটারে পোস্ট করা মঙ্গলগ্রহের নতুন একটি ছবি। ৫৫,০০০ কিলোমিটার দূর থেকে তোলা এই ছবিতে ধরা পড়েছে মঙ্গলের নর্থ পোল। ছবির সঙ্গে টুইট, হ্যাপি নিউ ইয়ার, পৃথিবীর বাসিন্দারা। নর্থ পোলকে এখান থেকে দারুণ লাগছে দেখতে। -সংবাদ প্রতিদিন অনলাইনে এ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি স্বত্ব নিয়ে বিরোধের পরও শুক্রবার অনলাইনে প্রকাশিত হয়েছে এ্যানা ফ্রাঙ্কের বিখ্যাত ডায়েরি ‘ডায়েরি অব এ ইয়াং গার্ল’। এটি জনগণের সম্পদ কিনা এ নিয়ে স্বত্বাধিকারীর সঙ্গে বিরোধ রয়েছে। সুইজারল্যান্ডের বাসেলভিত্তিক দ্য এ্যানা ফ্রাঙ্ক ফান্ড ডায়েরিটির স্বত্বাধিকারী। প্রকাশকদের দাবি, এ্যানার মৃত্যুর ৭০ বছর পার হয়েছে। এটি এখন জনগণের সম্পদ। ইউরোপের ১৯৯৩ সালের আইন অনুযায়ী কোন বইয়ের লেখক কিংবা লেখকগণের মৃত্যুর সাত দশক পর বইয়ের বিশেষ কপিরাইট আর থাকে না। -এএফপি
×