ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের সামরিক কাঠামোতে পরিবর্তন আসছে

প্রকাশিত: ০৩:৪৮, ৩ জানুয়ারি ২০১৬

চীনের সামরিক কাঠামোতে পরিবর্তন আসছে

চীনের সামরিক বাহিনীর কাঠামোতে পরিবর্তন আসছে। এ কথা প্রকাশ করেছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। একটি শক্তিশালী সেনাবাহিনী প্রতিষ্ঠার জন্য চীনের স্বপ্ন বাস্তবায়নে এ কাঠামো পরিবর্তনকে বড় ধরনের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জি জিনপিং। সরকার বলেছে, তারা পিএলএয়ের ওপর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ বৃদ্ধির উদ্দেশে এক সুদূরপ্রসারী পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ পরিবর্তনে একটি নতুন সেনা ইউনিট গঠনের কথা বলা হয়েছে। এ বাহিনী চীনের কৌশলগত ক্ষেপণাস্ত্রের তত্ত্বাবধানে থাকবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, স্থলবাহিনীর জন্য প্রধান দফতর এবং কমব্যাট সৈন্যদের সহযোগিতার জন্য একটি সহায়ক ইউনিট হিসেবে দায়িত্ব পালনের জন্য একটি সেনা জেনারেল কমান্ড গঠন করা হবে। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে আঞ্চলিক বিরোধে চীনের কার্যকলাপ আরও আগ্রাসী হয়ে পড়ার প্রেক্ষাপটে এবং বেজিং বৃহস্পতিবার তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দেয়ার ঠিক পর পরই এ পরিবর্তনের পরিকল্পনা প্রকাশ করা হলো। -এএফপি কাবুলে ফরাসী রেস্তরাঁয় আত্মঘাতী হামলায় নিহত ২ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ফরাসী রেস্তরাঁয় শুক্রবার রাতে চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় দু’জন নিহত ও অপর ১৫ ব্যক্তি আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। খবর বিবিসির। কাবুলের তাইমনি এলাকায় অবস্থিত ফরাসী রেস্তরাঁ লা জাহদাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তালেবান জঙ্গীরা হামলার দায় স্বীকার করেছে।
×