ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাসী হুমকি স্বাভাবিক ঘটনায় পরিণত

আগামী কয়েক মাস নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকবে ইউরোপ

প্রকাশিত: ০৩:৪৭, ৩ জানুয়ারি ২০১৬

আগামী কয়েক মাস নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকবে ইউরোপ

ইউরোপে আগামী কয়েক মাস ধরে নিরাপত্তা নিয়ে উচ্চ মাত্রায় আশঙ্কা বিরাজ করবে। এতে এ মহাদেশে আরও হুমকি দেখা দেয় এবং বড় বড় অনুষ্ঠান বাতিল করা এক নতুন স্বাভাবিক ঘটনাতেই পরিণত হবে। সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞরা একথা মনে করেন। খবর গার্ডিয়ান অনলাইনের। যুক্তরাজ্য ও ইউরোপের বিশ্লেষকরা বলছেন, প্যারিস হামলার পর নিরাপত্তা সংস্থাগুলো এ কঠিন বাস্তবতাকে মেনে নিচ্ছে যে ইউরোপে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর পরিকল্পিত হামলা চালানোর ইচ্ছা ও সামর্থ্য ইসামিক স্টেটের রয়েছে। ইংরেজী নববর্ষের প্রাক্কালে এ সন্ত্রাসী হুমকির পর মিউনিখ শহরের কিছু অংশের লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। আর ইউরোপের অন্যান্য শহরে নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে অনুষ্ঠানাদি হয় বাতিল করা হয় নয়ত সংক্ষিপ্ত করে ফেলা হয়। রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র এ্যাসোসিয়েট ফেলো মার্গারেট সিলমোর বলেন, অনুষ্ঠানাদি আরও বেশি ক্ষেত্রে বাতিল করা হতে পারে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে সন্ত্রাসী সংগঠনগুলো জনাকীর্ণ স্থানগুলোতে হামলা চালানোর চেষ্টা চালিয়ে এসেছে। কাজেই এটি নতুন কিছু নয়। কিন্তু এখন যা নতুন তা হলো প্যারিস হামলার পর ইসলামিক স্টেট-এর পুরনো মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরেও ভয়াবহ হামলা চালানোর সামর্থ্য প্রমাণ করেছে। তিনি বলেন, আইএস যে কত দ্রুত বেড়ে উঠেছে, ফরাসী রাজধানীতে চালানো হামলাই এর প্রমাণ। দলটির বড় ধরনের হামলা চালানোর সামর্থ্যরে কারণে আরও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে এবং সম্ভবত বড় বড় অনুষ্ঠান আরও বেশি করে বাতিল করতে হবে। বেলজিয়ামের সেন্ট ইউনিভার্সিটির সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক রিক কুলসায়েট বলেন, নিউইয়ার্স ইভের মতো বড় বড় জনসমাবেশে সন্ত্রাসী দলগুলোর হামলা চালানোর দুরভিসন্ধি নিয়ে নতুন কিছু নেই সত্য, কিন্তু আইএসের প্রতি লোকজনের আকর্ষণ ইউরোপকে এক নতুন যুগে ঠেলে দিচ্ছে। তিনি সব ধরনের কল্পনাবিলাসী, মানসিক কিারগ্রস্ত লোকজন আইএসের সদস্য হতে চাইছে এবং এটি নিরাপত্তা সংস্থাগুলোর কাজকর্ম কঠিন করে তুলছে। কুলসায়েট বলেন, আগামী মাসগুলোতে আমরা এক নতুন ধরনের স্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। একদিন আইএসকে নিয়ে উত্তেজনার অবসান ঘটবে, কিন্তু সেটি না ঘটা পর্যন্ত দেশগুলো যখন এ দলটির বিস্তৃতি ও অভিসন্ধি রোধ করতে চাইবে, তখন আরও হুমকি দেখা দেবে, আরও অনুষ্ঠান স্থগিত রাখতে হবে, আরও বাড়িঘরে হামলা হবে এবং আরও লোকজনকে গ্রেফতার করা হবে বলে আমার আশঙ্কা।
×