ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৫:৫০, ২ জানুয়ারি ২০১৬

কবিতা

নতুন বছর ভালোবাসি লোকমান আহম্মদ আপন নতুন গানে নতুন টানে নতুন প্রাণে লাগুক হাওয়া নতুন করে থরে থরে ঘরে ঘরে সাজানো হোক নতুন খাওয়া। নতুন দিনে সকল মুখে মহা সুখে ফুটুক হাসি আমরা সবাই নতুন বছর ভালোবাসি। নিউ ইয়ার পৃথ্বীশ চক্রবর্ত্তী একটি পাখি বলল প্রথমারে নিউ ইয়ার আজ এলো তোমার দ্বারে তাড়াতাড়ি বরণ করো তারে। প্রথমাও ফুল নিয়ে সে খাড়া সেজেগুজে যেন আত্মহারা বরণ করবে ‘থার্টিফার্স্ট নাইট’ দ্বারা। নানা সাজে নারী-পুরুষ দেখে নানা রকম আতশবাজি দেখে নিউ ইয়ারকে গেঁথেই নিলো এঁকে। ছোট্টমণি প্রথমা তাই বলেÑ ষোলো তোমায় স্বাগত তা হলে। আমরা হবো ভালো ফারহানা মোবিন নতুন বছর মানে নতুন আশা, সবার জন্য অনেক ভালোবাসা। নতুন বছর মানে অনেক শপথ, দূর করবো আধারের পথ। নতুন বছরে করবো ভালো কাজ, হারি জিতি নেই তো লাজ। নতুন বছরে আমরা হবো ভালো, পৃথিবীতে আনবো আলো। শুভ নববর্ষ জগলুল হায়দার দুনিয়া এক আজব ঘড়ি সময় তারই চাকা চলছে গাড়ি গড়গড়িয়ে হয় না থেমে থাকা। চলছে সেকন্ড ঘণ্টা মিনিট সপ্তা দিন আর মাসে চলতে চলতে এমনি করে নতুন বছর আসে। আসছে আবার; একটা বছর তাই হয়ে যায় গত, মনের খাতায় পাতায় পাতায় ভাসছে স্মৃতি কতো। ভাসবে স্মৃতি আসবে প্রীতি জানুয়ারির রাতে শুভ নববর্ষ বলে মিলবো হাতে হাতে। নতুন দিনের ডাক আবেদীন জনী স্বপ্ন রঙিন নতুন বছর, নতুন যেন সব সবুজ বনে পাখির ঠোঁটে নতুন কলরব। খোকাখুকি নতুন রঙে আঁকছে নতুন ছবি নতুন দিনের গল্প-ছড়া লিখছে লেখক কবি। পুব আকাশে নতুন রবি, হলুদ রোদের হাসি সেই হাসিতে নতুন দিনের স্বপ্ন রাশি রাশি। মাঠের বুকে ওই বসেছে ঘাসফড়িংয়ের মেলা মনের সুখে নাচছে ওরা, চলছে মজার খেলা। পাতার ফাঁকে ফুল ফুটেছে নতুন রঙে-সাজে নতুন পরিকল্পনা আজ সবার মনের মাঝে। বুকের ভেতর খেলছে খেলা নতুন আশার ঢেউ আজকে সবার জাগ্রত চোখ, নেই ঘুমিয়ে কেউ। চোখের পাতায় স্বপ্ন কুসুম ফুটছে শত আজ কথায়-কাজে হাসির মাঝে নতুন কারু কাজ। পুরনো সব দুঃখ-আঁধার পেছন পড়ে থাক হাওয়ায় হাওয়ায় আসছে ভেসে নতুন দিনের ডাক।
×