ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষুদে বিজ্ঞানী সানি জুবায়েরের অসাধারণ আবিষ্কার

প্রকাশিত: ০৫:৪৯, ২ জানুয়ারি ২০১৬

ক্ষুদে বিজ্ঞানী  সানি জুবায়েরের অসাধারণ আবিষ্কার

সানি জুবায়ের। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। একটি অত্যাধুনিক কম্পিউটার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সানির তৈরি কম্পিউটার অন্য দশটি কম্পিউটার থেকে ভিন্ন । এই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার চালানো যায় হাতের ইশারায়। যদি কম্পিউটারের ৬ সেন্টিমিটারের মধ্যে হাত আনা হয়, তবে কম্পিউটার আপানা-আপনি চলবে। আবার ডিভিডি রোমের সামনে হাত এনে প্যাটার্ন দিলে তা বেড়িয়ে আসবে আবার হাত ঢোকায় দিলে তা ভেতরে চলে যাবে। বাসার ইট, ফ্যান, দরজা কন্ট্রোল করা যাবে কি বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ ওয়্যারলেস সিস্টেম দ্বারা। বাসায় না থেকেও বাসার লাইট ফ্যান স্কাইপি ব্যবহার করে অন অফ করা যাবে। এর দাম খুব কম। বিভিন্ন বিপদ যেমনÑ আগুন লাগা। যদি বাসার কোন স্থানে আগুন লাগে তাহলে আপনা-আপনি ফোন যাবে মোবাইলে, আর মোটর দ্বারা পানি পরে তা নিভে যাবে। এরপর আগুন বন্ধ হলে তা আপনা-আপনি থামবে। এ রকম অনেক পার্ট আছে যা আমাদের জীবনকে দুর্ঘটনার থেকে বাঁচাবে। এছাড়া ঘরে বা বাইরে পৃথিবীর যে কোন স্থানে বসে নিজ বাসার সব তথ্য পাওয়া যাবে।বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস কম্পিউটারের সামনে একটি নির্ধারিত স্থানে রাখলে তার নিরাপত্তা দেবে কম্পিউটার। যদি কেউ সেটি নিয়ে যায় তাহলে কম্পিউটার দ্বারা মোবাইলে একটি ফোন এবং ম্যাসেজ যাবে। এছাড়া কম্পিউটার দ্বারা ভূমিকম্প চলাকালীন সময় সিগন্যাাল পাওয়া যাবে। যারফলো দ্রুত নিরাপদ স্থানে যাওয়া যাবে। এটি এমন একটি প্রযুক্তি সে তৈরি করেছে যা পুরোপুরি কম্পিউটারের কীবোর্ড দ্বারা চলবে। আপনি গাড়ির মধ্যে বসে কেবল কীবোর্ড দ্বারা তা চালাতে পারবেন। আর বাসায় বসে কিলোমিটার পর্যন্ত গাড়িকে চালানো যাবে। এই প্রজেক্টটি সে মাইক্রো গাড়িতে করে দেখেছে। সফলও হয়েছে। সানি তার আবিষ্কার সম্পর্কে আরও জানায়, আমার এই প্রযুক্তি মূলত গাড়ি দুর্ঘটনা রোধের জন্য তৈরি করেছি। এর কাজ হলো যখন ২টি গাড়ি ফধহমবৎ ুড়হব এ আসবে তখন ২টি গাড়ি তাদের ড্রাইভারকে সঙ্কেত দেবে। আর এই যন্ত্রটি খুব স্বল্পমূল্যে লাগানো যাবে যে কোন গাড়িতে। এই যন্ত্রটি দেশের সব গাড়িতে সংযোজন করার জন্য সরকারের সহযোগিতা দরকার। আমি এ যন্ত্রটি বানাতে সক্ষম হয়েছি। এটি আমার তৈরি একটি স্পাইকার বা গোয়েন্দা গাড়ি। যা কিনা যে কোন বাহিনীর কাজে লাগবে। কোন রাডার এটি ক্যাচ করতে পারবে না। গাড়িটি ইন্টারনেট দ্বারা চালিত হয়। কেবল পড়সঢ়ঁঃবৎ-এর সামনে বসে গাড়িটিকে দিক নির্দেশ দিতে হবে। তাহলে গাড়িটি নিখুঁতভাবে তার কাজ করতে সক্ষম হবে। রেজা নওফল হায়দার
×