ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফোন থেকে সিকিউরিটি ক্যামেরা

প্রকাশিত: ০৫:৪৯, ২ জানুয়ারি ২০১৬

ফোন থেকে সিকিউরিটি ক্যামেরা

নতুন স্মার্টফোন কেনার পর পুরনো ফোনটি ব্যবহার করা যেতে পারে ঘরের সিকিউরিটি ক্যামেরা হিসেবে। এক্ষেত্রে সিকিউরিটি ক্যামেরা এ্যাপ্লিকেশন এর মাধ্যমেই ফেলা রাখা পুরনো ফোনগুলোকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে এবং যে কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে। প্রযুক্তিবিষয়ক মার্কিন সাইট সিনেট জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহারকারী ইচ্ছে করলেই তার ফেলে রাখা পুরনো ফোনকে সহজেই সিকিউরিটি ক্যামেরায় রূপান্তর করতে পারবেন এবং যে কোন জায়গা থেকে তা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই ফোনটি সচল হতে হবে এবং পেছনের ক্যামেরার কার্যক্ষমতাও ঠিক থাকতে হবে। সিকিউরিটি ক্যামেরা এ্যাপ ইনস্টল করা ফোন ব্যবহারকারীকে অবশ্যই পুরনো ফোনে একটি সিকিউরিটি ক্যামেরা এ্যাপ ইনস্টল করতে হবে। যদি পুরনো ফোনটি আইফোন হয়ে থাকে, সেক্ষেত্রে ‘মেনিথিং’ এ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যেতে পারে যা এ্যাপ স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে। এ্যাপটি ব্যবহারের জন্য যা যা করণীয়- পুরনো এবং নতুন দুটো ফোনের জন্য এ্যাপ স্টোর থেকে মেনিথিং এ্যাপ ডাউনলোড করতে হবে। পুরনো ফোনের ক্ষেত্রে সেটিংস এ গিয়ে স্ক্রিন অটোলক বন্ধ করে দিতে হবে। ই-মেইল অথবা ফেসবুক আইডি ব্যবহার করে এ্যাপটি রেজিস্ট্রার করতে হবে। পুরনো আইফোনের ক্ষেত্রে ক্যামেরা মোড এবং নতুনটির ক্ষেত্রে ভিউয়ার মোড সিলেক্ট করতে হবে। সরাসরি সম্প্রচারের জন্য ক্যামেরা মোডে রেড বাটন প্রেস করতে হবে। নতুন ফোনটিতে ভিডিও রেকর্ডগুলো লিস্ট আকারে চলে আসবে, অন্যথায় ব্যবহারকারী মেনিথিং.কম-এ লগইন করে ভিডিওগুলো দেখতে পারবেন। এ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আইপি ওয়েবক্যাম এ্যাপটি ব্যবহার করা যেতে পারে, এর প্রোভার্শনের সবগুলো ফিচারের জন্য ৩.৯৯ ডলার খরচ করতে হবে। এ্যাপটি ব্যবহারে যা যা করণীয় গুগল প্লেস্টোর থেকে আইপি ওয়েবক্যাম এ্যাপটি ডাউনলোড করতে হবে। এ্যাপটি চালু করতে হবে এবং এ্যাপ ব্যবহারকারী তার পছন্দমতো ভিডিও ইফেক্ট, পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংসহ অন্যান্য ফিচারগুলো সেট করতে পারবেন। ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এ্যাপ ব্যবহারকারীকে আইভিডিওন ডটকম-এ রেজিস্ট্রেশন করতে হবে এবং উপযুক্ত ক্লাউড স্ট্রিমিং পরীক্ষা করে নিতে হবে। এ্যাপটির শুরুতে থাকা স্টার্ট সার্ভারটি চিহ্নিত করে লাইভ ভিডিও চালু করা যাবে। সিকিউরিটি ক্যামেরা হিসেবে সেট করা ফোনের আইপি এ্যাড্রেস ও পোর্ট নম্বর অন্য কম্পিউটার, স্মার্টফোন বা অন্য যে কোন ডিভাইসের ওয়েব ব্রাউজারের এ্যাড্রেস বারে দিয়ে ভিডিও রেকর্ডগুলো দেখতে পারবেন ব্যবহারকারী। পছন্দসই জায়গা বেছে নেয়া এ্যাপ চালু করার পর এ্যাপ ব্যবহারকারীকে পুরনো ফোনটি সেট করার জন্য তার বাসস্থানের উপযুক্ত একটি জায়গা বেছে নিতে হবে। যদি একাধিক পুরনো ফোন থাকে, সেক্ষেত্রে বাড়ির বিভিন্ন জায়গায় ফোনগুলো সেটআপ করে নেয়া যেতে পারে।
×