ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুর সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ০৫:৪২, ২ জানুয়ারি ২০১৬

দিনাজপুর সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

বিডিনিউজ ॥ দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকেলে পতাকাবৈঠকের পর নুরুজ্জামানের (২৫) মরদেহ ফেরত দেয়া হয় বলে বিজিবি জানিয়েছে। বুধবার গভীর রাতে সীমান্তে ভারতের প্রায় দুই শ’ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে নুরুজ্জামান নিহত হন। নুরুজ্জামান দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের সহিদুর রহমানের ছেলে। বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, বিকেল ৩টার পর সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন সুবেদার আব্দুল মান্নান, ভারতের পক্ষে বিএসএফের এলন্দার বিওপির কমান্ডার রামসিং এবং দুদেশের পুলিশ।
×