ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচনে কেউ হারেনি, গণতন্ত্রের বিজয় হয়েছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪১, ২ জানুয়ারি ২০১৬

পৌর নির্বাচনে কেউ হারেনি, গণতন্ত্রের বিজয় হয়েছে ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী ১ জানুয়ারি ॥ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বয়কটের রাজনীতি থেকে সরে এসে পৌর নির্বাচনে অংশগ্রহণ করে যে ইতিবাচক ভূমিকা রেখেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ। শুক্রবার সকালে সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন ও মহিপালে ৬ লেন ফ্লাইওভার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, এবার পৌর নির্বাচনে কেউ হারেনি, গণতন্ত্রের বিজয় হয়েছে। বহুদিন পর বড় দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আশঙ্কা ছিল এ নির্বাচনে সংঘাত-সংঘর্ষ হওয়ার। তুলনামূলকভাবে রক্তপাত-সংঘষ অনেক কম হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপিকে হতাশার আবর্তে নিমজ্জিত হতে হতো না। যদি এ ধারাবাহিকতা অব্যাহত রাখে তা হলে সামনে তারা বহুদূর এগিয়ে যেতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। তারা অন্তত বয়কটের কালচার থেকে ফিরে আসবে। তারা এবারের পৌর নির্বাচন বয়কট করেনি, অন্তত শেষ পর্যন্ত নির্বাচনে ছিলেন। এটা একটি ইতিবাচক দিক। ফোর লেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফার্স্ট লেয়ারের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ হবে। আগামী মে মাসের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশের এএসপি (সার্কেল) আমিরুল ইসলামসহ সড়ক বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×