ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের নববর্ষ পালন

প্রকাশিত: ০৪:১৭, ২ জানুয়ারি ২০১৬

ক্রিকেটারদের নববর্ষ পালন

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছর আসার সঙ্গে সঙ্গে টানা ব্যস্ততার বার্তাও এসেছে। চলতি বছরের শুরু থেকেই ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন মাঠে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যস্ততা। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পও শুরু হবে দু’দিন পর। তাই নিজেদের মতো করে শেষবারের মতো ছুটি উদযাপনের সুযোগ হাতছাড়া করেননি জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানসহ অনেক ক্রিকেটারই তাদের নববর্ষ উদযাপনের বিষয়গুলো প্রকাশ করেছেন। সামনের সময়টা ক্রিকেটারদের কাটাতে হবে তীব্র ব্যস্ততার মধ্য দিয়ে। আগামী তিন জানুয়ারি থেকে শুরু ক্যাম্প। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ- দম ফেলার সময়ও নেই। এছাড়া আছে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএিল), পাকিস্তান সুপার লীগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ইত্যাদি। তবে এর আগে নববর্ষের দিনটাতে অন্তত ছুটি পাওয়া গেল। আর সেই সময়টাও বেশ ভালই কাটালেন ক্রিকেটাররা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ বা একটু ব্যতিক্রমী উপায়ে উদযাপন করলেন নতুন বছর ২০১৬ সালের প্রথম দিন। এদের মধ্যে কেবল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই আছেন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে স্ত্রী ও ক’দিন আগেই পৃথিবীর আলো দেখা প্রথম কন্যাসন্তানের সঙ্গে নববর্ষ উদযাপন করেন তিনি। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার থার্টি ফার্স্ট নাইট কাটিয়েছেন স্থানীয় ক্রিকেটার বন্ধুদের সঙ্গে। ছিলেন পেসার রবিউল ইসলামও। নিজের ভেরিফাইড পেজে সমর্থকদের সৌম্য জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। ফেসবুকে আরেক ক্রিকেটার সাব্বির রহমান রুম্মানও ভক্ত সমর্থকের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাক্সক্ষীরা আমার জন্য দোয়া করবেন যেন নতুন বছরে আমি আরও ভাল ক্রিকেট খেলতে পারি এবং দেশের মর্যাদা সমুন্নত রাখতে পারি।’ ওপেনার ইমরুল কায়েসও শুভেচ্ছা জানাতে ভুলেননি। তবে, তিনি শুভেচ্ছা জানিয়েছেন একটু অন্যভাবে। মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘২০১৫ সালটা দারুণ ছিল। সময় এবার অনেক আনন্দ, উচ্ছ্বাস, আশীর্বাদ ও শুভেচ্ছা দিয়ে ২০১৬ সালকে আলিঙ্গন করে নেয়ার। সবার জন্য আনন্দময়, উজ্জ্বল ও একটা সমৃদ্ধ বছর কামনা করি। শুভ নববর্ষ!’ তবে, নববর্ষ উদযাপনের ক্ষেত্রে অন্য সবাইকে ছাড়িয়ে গেলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। তিনি বছরের প্রথম দিনটি কাটিয়েছেন একটু অন্যরকমভাবে, একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বছরের প্রথমদিনই নতুন বই বিতরণ করা হয়েছে বাংলাদেশের সব স্কুলগুলোতে। নতুন বই পেয়ে বাচ্চারা দারুণ উচ্ছ্বসিত। মুশফিক উচ্ছ্বসিত বাচ্চাদের সঙ্গে ছবি তোলেন ও কিছু সময় গল্প করেন।
×