ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারা

প্রকাশিত: ০৪:১৬, ২ জানুয়ারি ২০১৬

ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারা

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি বছরের পরিসমাপ্তি। সাফল্য আর ব্যর্থতায় ২০১৫ সাল কেটেছে টেনিস তারকাদের। যাত্রা শুরু নতুন বছরের। চ্যালেঞ্জ আর সীমাহীন স্বপ্ন নিয়েই নতুন বছরের মিশন শুরু করতে প্রস্তুত তারা। তবে তার আগে ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে মোটেও ভুল করেননি টেনিস তারকারা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের পাওয়া-না পাওয়া ও চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন বিশ্বের টেনিস তারকারা। গত মৌসুমটা দারুণ কেটেছে সেরেনা উইলিয়ামসের। টেনিসের চার মেজর টুর্নামেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপা জিততে পারলে ক্যালেন্ডার সøাম জয়ের কীর্তিটাও গড়ে ফেলতেন তিনি। তবে নতুন এক মাইলফলক স্পর্শ করেই বছরটা শেষ করেছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। টানা ১৫০ সপ্তাহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড গড়েই নতুন বছরে পা দিয়েছেন ৩৪ বছর বয়সী। টেনিসের কিংবদন্তি স্টেফিগ্রাফ আর মার্টিনা নাভ্রাতিলোভার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা বেশি সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার বিস্ময়কর কীর্তি গড়লেন সেরেনা উইলিয়ামস। তাই গত মৌসুমটা ছিল তার জন্য দারুণ। তবে প্রস্তুত নতুন মৌসুমের চ্যালেঞ্জ নিতেও। এ বিষয়ে ইন্সটাগ্রামে সেরেনা লিখেন, ’২০১৫ সালটা ছিল দারুণ উত্তেজনাকর। উল্লেখ করার মতো অনেক বিষয়ই রয়েছে। তবে আমার কুকুরের বাচ্চাটাকে হারিয়েছি। ২০১৬ সালের জন্যও প্রস্তুত আমি।’ সেরেনার যেমন ভাল কেটেছে তেমনি অন্যরা ছিলেন নিষ্প্রভ। তারপরও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের যাত্রা শুরু করেছেন তারা। সার্বিয়ার টেনিস তারকা আনা ইভানোভিচ লিখেছেন, ‘প্রত্যেককেই নতুন বছরের শুভেচ্ছা।’ চোট আর নিষ্প্রভতার কারণে কোর্টেই খুঁজে পাওয়া যায়নি ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ হোক ২০১৬।’ গত মৌসুমে উইম্বল্ডনের ফাইনালে উঠে রীতিমতো চমকে দিয়েছিলেন গারবিন মুগুরুজা। কিন্তু শেষে তার হাসি কেড়ে নেন সেরেনা। তবে কোন গ্র্যান্ডসøাম জিততে না পারলেও নতুন মৌসুমের চ্যালেঞ্জ ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। দুইদিন আগেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন তিনি। আর ব্রিসবেন থেকেই তার অনুসারীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই স্প্যানিশ তারকা, ‘নতুন বছর সবারই শুভ হোক, ব্রিসবেন থেকে এই কামনাই করি।’ ২০১৪ সালে টেনিস বিশ্বকেই চমকে দিয়েছিলেন ইউজেনি বাউচার্ড। অথচ গত মৌসুমে নিজেকে শুধুই হারিয়ে খুঁজেছেন কানাডার তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেও আর কোথাও দেখা মিলেনি তার। নতুন বছরের শুরুর আগে যে নিজেকে প্রস্তুত করছেন তারও প্রমাণ দিলেন শুভেচ্ছা বার্তার সঙ্গে একটি ছবি পোস্ট করে। যেখানে জিমে অনুশীলন করছেন বাউচার্ড। আর ক্যাপশানে লিখেন, ‘বছরের শেষ ওয়ার্কআউট সম্পন্ন করলাম। শুভ নববর্ষ।’ নতুন বছরের প্রত্যাশা জানিয়ে এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা বলেন, ‘থাইল্যান্ড থেকে সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশাকরি ২০১৬ সালটা দারুণ কাটবে। সবার জন্যই ভালবাসা।’ নতুন বছর উদযাপনের কথা ইন্সটাগ্রামে জানিয়েছেন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও। সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস লিখেছেন, ‘বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের সাথে খেলেছি। নতুন মৌসুমেও সেভাবে খেলতে চাই।’ টেনিসের দ্বৈতে গত বছরটা উপভোগ করেছেন সানিয়া মির্জা। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে দারুণভাবে উপভোগ করা এই ভারতীয় তারকা নতুন মৌসুম শুরু করতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, ‘আরও একটি বছরের সমাপ্তি। আবারও অস্ট্রেলিয়ার পথে। ছুটিটা দারুণ কাটবে আশাকরি টেনিস খেলোয়াড়দের সঙ্গে পার্টিও হবে।’
×