ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৪৯, ২ জানুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে ‘কোরাম’ হবে? ক) ৪০ খ) ৫০ গ) ৬০ ঘ) ৭০ ২. কোন ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অযোগ্য ব্যক্তি নন? ক) অপ্রকৃতিস্থ কোন ব্যক্তি খ)স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক (বেসরকারি) গ)দেউলিয়া ঘোষিত ব্যক্তি ঘ) ফৌজদারি মামলায় ২ বছর সাজাপ্রাপ্ত ব্যক্তি ৩. ১৯৫৪ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও কোন দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি? ক) কংগ্রেস খ) জনতা পার্টি গ) মুসলিম লীগ ঘ) যুক্তফ্রন্ট ৪. ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যদের কোন ওয়ার্ডের ভোটার তালিকার নাম থাকতে হবে? ক) সংশ্লিষ্ট ওয়ার্ডে খ) যে কোনো ওয়ার্ডে গ) সংশ্লিষ্ট ইউনিয়নের ঘ) যে কোনো ইউনিয়নের ৫. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণায় মুসলমানদের ওপর নেমে আসে- ক)সুখের ছায়া খ)শান্তির পরশ গ)দুর্যোগের ঘনঘটা ঘ)বিষাদের ছায়া ৬. দুর্নীতির কারণে কোনটি বাধাগ্রস্ত হয়? ক) ন্যায়বিচার খ) ব্যবসা-বাণিজ্য গ) রাজনৈতিক কর্মকা- ঘ) শাসন বিভাগের কর্মকা- ৭. সরকারি কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ কার কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন? ক) প্রধানমন্ত্রী খ) স্পিকার গ) রাষ্ট্রপতি ঘ) প্রধান উপদেষ্টা ৮. পৃথিবীর প্রায় সকল স্বাধীন ও সর্বাভৌম রাষ্ট্র কোন সংগঠনের সদস্য? ক) জাতিসংঘ খ) কমনওয়েলথ গ) ওপেক ঘ) ন্যাম ৯. লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত কিসের চূড়ান্ত রূপ? ক) সামন্তবাদ খ) রাজতন্ত্র গ) সমাজতন্ত্র ঘ) গণতন্ত্র ১০. জোটনিরপেক্ষ আন্দোলনের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কী? ক) ঘঅঞঙ খ) ঘঅগ গ) টঘ ঘ) ডঅজঝঙ ১১. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’Ñ কোন তারিখে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন? ক) ১ মাচর্ খ) ২ মার্চ গ) ৩ মার্চ ঘ) ৭ মার্চ ১২. ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কত? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৩. এ্যাটর্নি জেনারেলকে কারা সহায়তা করে থাকেন? ক) সহকারী কমিশনার খ) সহকারী এ্যাটর্নি জেনারেল গ) সহকারী সচিব ঘ) মন্ত্রিবর্গ ১৪. বিশ্বের কোন ধরনের দেশসমূহে স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনকে এক করে দেখা হয়? ক) উন্নত খ) অনুন্নত গ) উন্নয়শীল ঘ) বৃহৎ ১৫. ‘১৫ চড়রহঃ অপঃরড়হ চৎড়মৎধসসব’ বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে উপস্থাপন করে? ক) ৩৩ খ) ৩৪ গ) ৩৫ ঘ) ৩৬ ১৬. বিচারকরা শুধুমাত্র কিসের অধীনে থাকেন? ক) সচিবালয়ের খ) আইনের গ) মন্ত্রণালয়ের ঘ) সুপ্রীমকোর্টের ১৭. বাংলাদেশের প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? ক) মোহাম্মদ উল্লাহ খ) মাহমুদুল্লাহ গ) শফিউল্লাহ ঘ) মোঃ আব্দুল্লাহ ১৮. যে অবস্থার প্রেক্ষিতে লাহোর প্রস্তাব গৃহীত হয়- র. ১৯২৮ সালের নেহেরু বিপোর্টের কারণে রর. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কার্যকারিতা ররর. দ্বিজাতি তত্ত্বের কারণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৯. সরকারের আইনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? ক) এ্যাটর্নি জেনারেল খ) প্রধান বিচারপতি গ) প্রধানমন্ত্রী ঘ) রাষ্ট্রপতি ২০. বাংলাদেশের দুর্নীতি দমনে সহায়ক ভূমিকা পালন করতে পারে- র. প্রশাসনিক সংস্কার রর. রাজনৈতিক স্থিতিশীলতা ররর. বহুমুখী স্থায়ী উদ্যেগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২১. ১৯৭২-এর সংবিধানে কোনটি মূলনীতি হিসেবে উল্লেখ ছিল না? ক) সর্বশক্তিমানের প্রতি বিশ্বাস খ) জাতীয়তাবাদ গ) সমাজতন্ত্র ঘ) গণতন্ত্র ২২. বাংলাদেশ সংবিধানের খসড়া সংবিধান কার্যকর হয় কখন থেকে? ক) ১২ অক্টোবর, ১৯৭২ খ) ৪ নভেম্বর, ১৯৭২ গ) ১৪ ডিসেম্বর, ১৯৭২ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ ২৩. ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানে শাসনব্যবস্থা প্রণয়ন করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২৪. সংরক্ষিত মহিলা আসন বাড়িয়ে ৫০টি করা হয়- ক) দশম সংশোধনীতে খ) একাদশ সংশোধনীতে গ) দ্বাদশ সংশোধনীতে ঘ) পঞ্চদশ সংশোধনীতে ২৫. ঠবঃড় ঢ়ড়বিৎ-এর অর্থ কী? ক) রাষ্ট্রপতির ক্ষমতা খ) প্রধানমন্ত্রীর ক্ষমতা গ) নাকচ করার ক্ষমতা ঘ) সম্মতি প্রদানের ক্ষমতা ২৬. সার্ক শীর্ষ সম্মেলনের পূর্বে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য ৭টি দেশের পররাষ্ট্র সচিবগণ মিলিত হনÑ র. এপ্রিল ১৯৮১, কলম্বোতে রর. নভেম্বর ১৯৮১, কাঠমান্ডুতে ররর. আগস্ট ১৯৮২, ইসলামাবাদে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৭. জলবায়ুর পরিবর্তনের মূল কারণ হলো- ক) বায়ুম-লের তাপ বৃদ্ধি খ) সমুদ্রের তলদেশ ভরাট হওয়া গ) সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ঘ) নদনদীতে কারখানার বর্জ্য নিষ্কাশন ২৮. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? ক) রাজিয়া বানু খ) আনোয়ারা বেগম গ) নূরজাহান মোরশেদ ঘ) বদরুন্নেসা আহমেদ ২৯. প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিল- ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি ৩০. জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা কোনটি? ক) টঘউচ Ο খ) টঘঊঝঈঙ গ) টঘওঈঊঋ ঘ) টঘঅওউঝ ৩১. বাংলাদেশ সর্ব দক্ষিণের উপজেলা- ক) থানছি খ) টেকনাফ গ) হিমছড়ি ঘ) শিবগঞ্জ ৩২. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এ পর্যন্ত কত বার সংশোধন করা হয়? ক) ৩০ বার খ) ৪০ বার গ) ৫০ বার ঘ) ৬০ বার ৩৩. দুর্নীতি দমন কমিশনের কমিশনারদের মেয়াদকাল কত বছর? ক) ২ বছর খ) ৩ বছর গ) ৪ বছর ঘ) ৫ বছর ৩৪. কখন গণপরিষদের প্রথম অধিবেশন বলে? ক) ২৬ মার্চ, ১৯৭২ খ) ১০ এপ্রিল, ১৯৭২ গ) ১০ মে, ১৯৭২ ঘ) ১০ জুন, ১৯৭২ ৩৫. উপজেলা পরিষদ কী ধরনের সংস্থা? ক) স্থানীয় প্রশাসনিক খ) স্থানীয় শাসিত সংস্থা গ) স্থানীয় দলীয় সংস্থা ঘ) স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা ৩৬. কর্মকমিশনের রিপোর্ট পেশ করা হয় কার নিকট? ক) রাষ্ট্রপতির নিকট খ) প্রধানমন্ত্রীর নিকট গ) প্রধান বিচারপতির নিকট ঘ) স্পীকারের নিকট ৩৭. ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সদস দপ্তর অবস্থিত- ক) ফ্রাঙ্কফুর্ট খ) প্যারিস গ) জেনেভা ঘ) ব্রাসেলস ৩৮. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিতÑ ক) ঢাকা খ) থিম্পু গ) কাঠমান্ডু ঘ) দিল্লি ৩৯. ‘লাঙ্গল যার জমি তার’কে সেøাগানটি দিয়েছিলেন? ক) মওলানা ভাসানী খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ) বঙ্গবন্ধু শেখ মুজিবহ ঘ) এ কে ফজলুল হক ৪০. জেলা প্রশাসক জেলার উন্নয়মূলক কাজে যা করেন তা হলো- র. উৎসাহ যোগান রর. প্রয়োজনীয় সহযোগিতহা প্রদান করেন ররর. প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. কোন শাসনব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করে? ক) স্থানীয় স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থায় খ) স্থানীয় শাসনব্যবস্থায় গ) স্থানীয় দলীয় শাসনব্যবস্থায় ঘ) স্থানীয় জাতিগত শাসনব্যবস্থায় ৪২. প্রজাতন্ত্রের সরকারি হিসাব ও সকল কর্মচারীর হিসাব নিরীক্ষণ ও রিপোর্ট প্রদান করেনÑ ক) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক খ) অর্থমন্ত্রী গ) অর্থ সচিব ঘ) হিসাব নিরীক্ষক ৪৩. ১৯৬৬ সালের ৬ দফার প্রথম দফায় যেসব দাবি নিহিত ছিল তা হলো- র. যুক্তরাষ্ট্রীয় সরকার হবে সংসদীয় প্রকৃতির রর. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে ররর. আইনসভাগুলোর সার্বভৌম থাকবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৪. মহাহিসাব নিরীক্ষদের মর্যাদা হবে- ক) মন্ত্রীর মর্যাদার ন্যায় খ) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতির মর্যাদার ন্যায় গ) ন্যায়পালের মর্যাদার ন্যায় ঘ) সুপ্রীমকোর্টের একজন বিচারকের মর্যাদার ন্যায় ৪৫. যুক্তফ্রন্ট গঠনের ফলেÑ র. মুসলিম লীগের পরাজয় ঘটে রর. বাঙালি জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটে ররর. অমুসলিমদের মনোবল ভেঙে পড়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৬. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে আদালত কর্তৃক মৌলিক সংরক্ষণ ক্ষমতা হরণ করা হয়? ক) ১ম খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ ৪৭. বাংলাদেশে কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে? ক) অশিক্ষা খ) বেকারত্ব গ) যোগ্য ব্যক্তির অভাব ঘ) ন্যায়পরায়ণতা ৪৮. বঙ্গভঙ্গের ফলে যে সম্প্রদায় এক নবজীবন লাভ করে- ক) হিন্দু খ) বৌদ্ধ গ) খ্রিস্টান ঘ) মুসলমান উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুটির উত্তর দাও : রাফি ঢাকার আহসনামঞ্জিলে বেড়াতে গিয়ে একটি ছবি দেখে বেশ অবাক হয়। ছবিটির নিচে ক্যাপশন হিসেবে লেখা ছিল। ‘সর্বভারতীয় শিক্ষা সম্মেলন, ২৮-৩০ ডিসেম্বর, ১৯০৬’। ৪৯. কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে ‘কোরাম’ হবে? ক) খাজা নাজিমউদ্দীন খ) নবাব স্যার সলিমুল্লাহ গ) হাকিম আজমল খান ঘ) নবাব আহসান উল্লাহ ৫০. কোন ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অযোগ্য ব্যক্তি নন? ক) ভারতীয় কংগ্রেস খ) সেন্ট্রাল মোহামেডান এ্যাসোসিয়েশন গ) ন্যাশনাল ডিফেন্স এ্যাসোসিয়েশন ঘ) মুসলিম লীগ সঠিক উত্তর : ১. (গ) ২. (খ) ৩. (ঘ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (খ)
×