ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৩:৪৯, ২ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১. মানুষ গ্রাম হতে শহরমুখী হচ্ছে। যার ফলে কেন্দ্রীয় শহরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা শহরমুখী হওয়ার কারণ হলো- ক) বিজ্ঞানের অগ্রগতি খ) যোগাযোগের উন্নয়ন গ) শিল্পায়ন ও নগরায়ণ ঘ) পেশার বৈচিত্র্য ২. ১৯৭০ সালের নির্বাচনের পর ভুট্টো-ইয়াহিয়া যে ষড়যন্ত্র করেন তার প্রত্যক্ষ ফলাফল কোনটি? ক) ৩ মার্চের অধিবেশন স্থগিত করা খ) ৩ মার্চের অধিবেশন আরও এগিয়ে আনা গ) ৩ মার্চের অধিবেশন পিছিয়ে দেওয়া ঘ) ক্ষমতা হস্তান্তরে পশ্চিত পাকিস্তানের প্রস্তুতি নেওয়া ৩. মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের দায়িত্বে কোন নেতা নিয়োজিত ছিলেন? ক) এ এইচ এম কামরুজ্জামান খ) খন্দকার মোশতাক আহমেদ গ) কমরেড মনি সিং ঘ) মওলানা ভাসানী ৪. সূর্যের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো- র. সূর্য গোলীয় পদার্থ দ্বারা গঠিত রর. আণবিক শক্তি প্রক্রিয়ায় সূর্যে শক্তি তৈরি হয় ররর. ইউরেনাসের তাপের উৎস সূর্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. বাংলাদেশে অনেকগুলো নদী নাব্য হারাচ্ছে- র. পানিপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে রর. পানিপ্রবাহ কমে যাওয়ার কারণে ররর. নদীর গতিপথ পরিবর্তনের কারণে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৬. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব- র. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন রর. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন ররর. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. বাংলাদেশ সরকার কোন ধরনের সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ‘ফি’ আদায় করে? ক) স্বাস্থ্য খ) শিক্ষা গ) আর্থিক ঘ) প্রশাসনিক সঠিক উত্তর : ১. (গ) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (খ) ৬. (গ) ৭. (ঘ) ৮. আমাদের জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে? ক) প্রায় ২১% খ) প্রায় ১৯.৯৫% গ) প্রায় ৩৫% ঘ) প্রায় ৪০% ৯. আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ অতিমাত্রায় যেটির ওপর নির্ভরশীল- র. বৈদেশিক ঋণের ওপর রর. বৈদেশিক অনুদানের ওপর ররর. দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. বৌদ্ধধর্মের প্রবর্তক কে? ক) গৌতম বুদ্ধ খ) যীশু খ্রিস্ট গ) অতীশ দীপঙ্কর ঘ) নানক ১১. কোনটির ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে? ক) সুদ খ) মুনাফা গ) ঋণ ঘ) সঞ্চয়কারীর আমানত ১২. ‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন’ করার প্রস্তাব গ্রহণ করা হয় কোন সংগঠনের যুবকর্মী সম্মেলনে? ক) বেঙ্গল ভলান্টিয়ার্স খ) আওয়ামী মুসলিম লীগ গ) গণআজাদী লীগ ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান ১৩. বাঙালী জাতির সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সমাজ? ক) সাংবাদিক খ) কৃষক গ) শিক্ষক ঘ) ছাত্র ১৪. সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করলে সেই অবস্থাকে কী বলে? ক) অপসূর খ) অনসূর গ) দক্ষিণায়ন ঘ) উত্তরায়ণ ১৫. কোন ধরনের পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্যের ওপর ন্যস্ত থাকে? ক) বহুপতœী খ) একপতœী গ) পিতৃতান্ত্রিক ঘ) মাতৃতান্ত্রিক ১৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে? ক) নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে খ) স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে গ) ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না ঘ) কেবল হস্তান্তর করতে পারে ১৭. বাংলাদেশে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ কোনটি? ক) শিক্ষার অভাব খ) অতিরিক্ত অর্থ গ) পারিবারিক বিশৃঙ্খলা ঘ) জনসংখ্যার বিস্ফোরণ ১৮. একটি বস্তুর দৃশ্যমানতাকে কী বলে? ক) বাহ্যিকতা খ) অস্তিত্ব গ) ওজন ঘ) ভোগ ১৯. তৃতীয় ও চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কত বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়? ক) ৫ বছর খ) ৮ বছর গ) ১০ বছর ঘ) ১৫ বছর ২০. মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন? ক) কালো, ছাই রঙের খ) সাদা রঙের গ) নীলাভ রঙের ঘ) লালচে ও ধূসর ২১. কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝাতে শুরু“করে? ক) বঙ্গভঙ্গের পর খ) বঙ্গভঙ্গ রদের পর গ) ভাষা আন্দোলনের পর ঘ) পাকিস্তান প্রতিষ্ঠার পর ২২. সার্বভৌম ক্ষমতার কতটি দিক রয়েছে? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) ছয়টি ২৩. সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো - র. দারিদ্র্য রর. সামাজিক কুপ্রথা ররর. সামাজিক বিশৃঙ্খলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. কৃষিতে দেশের মোট শ্রমশক্তির কত ভাগ নিয়োজিত আছে? ক) ৪১.৩% খ) ৪২.৪২% গ) ৪৩.৬০% ঘ) ৪৩.০৬% ২৫. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? ক) ইস্পাত খ) কংক্রিট ঢালাই গ) ফেরো সিমেন্ট ঘ) কাঠের ব্রেসিং ২৬. কোন সরকার মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানে ভূমিকা রেখেছিল? ক) মোশতাক সরকার খ) আওয়ামী লীগ সরকার গ) ছাত্তার সরকার ঘ) জিয়া সরকার ২৭. এদেশের দরিদ্র জনগোষ্ঠীর গড় মাথাপিছু আয় কত? ক) ১১০ ডলারের কম খ) ৩০০ ডলার গ) ৩৭৭ ডলার ঘ) ৪৭৭ ডলার ২৮. রাষ্ট্রপতি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জরুরী অবস্থা ঘোষণা করেন? ক) দেশে কোন ধরনের যুদ্ধ কিংবা গোলযোগ দেখা দিলে খ) দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে গ) দেশের অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজন দেখা দিলে ঘ) দেশের সংবিধান পরিবর্তন বা সংশোধন দরকার হলে ২৯. মহাকাশের অসংখ্য জ্যোতিস্কের সমন্বয়ে কী সৃষ্টি হয়েছে? ক) সৌরজগৎ খ) বিশ্বজগৎ গ) পৃথিবী ঘ) জ্যোতিস্কম-ল ৩০. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কোন বিভাগ? ক) বিচার খ) শাসন গ) নির্বাহী ঘ) আইন ৩১. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী? ক) সুরমা খ) কর্ণফুলী গ) আত্রাই ঘ) মাতামুহুরী ৩২. কোন ধরনের মাটি দ্বারা সমতল নদী অববাহিকা অঞ্চল সৃষ্ট? ক) বালি খ) কংকর মিশ্রিত গ) পলি ঘ) দোআঁশ ৩৩. অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার কোন ধর্মে দেখা গেছে? ক) মুসলমান খ) হিন্দু গ) বৌদ্ধ ঘ) খ্রীস্টান ৩৪. কে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরকে নিয়োগ দেন? ক) প্রধানমন্ত্রী খ) প্রধান বিচারপতি গ) সেনাপ্রধান ঘ) রাষ্ট্রপতি ৩৫. এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি? ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ভারত ঘ) বাংলাদেশ ৩৬. কত সালে ‘গণআজাদী লীগ’ গঠিত হয়েছিল? ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০ সালে ৩৭. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? ক) লালমাই খ) মোদকমুয়াল গ) তাজিনডং ঘ) কিওক্রাডং ৩৮. দেশের প্রয়োজনীয় মূলধন সংগৃহীত হলো- র. অভ্যন্তরীণ উৎস হতে রর. ব্যক্তিগত পুঁজি হতে ররর. বৈদেশিক সাহায্য হতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ নামক সংগঠনটি গড়ে ওঠে? ক) আবুল কাশেম খ) মওলানা ভাসানী গ) আতাউর রহমান খান ঘ) অলি আহাদ ৪০. ২০০১ সারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত? ক) ১.৪৮ খ) ১.৪৯ গ) ১.৪৬ ঘ) ১.৪৪ ৪১. কোন আমানতের ওপর ব্যাংক কোন সুদ দেয় না? ক) অস্থায়ী আমানত খ) চলতি আমানত গ) সঞ্চয়ী আমানত ঘ) স্থায়ী আমানত ৪২. প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) অর্থমন্ত্রী ঘ) স্পীকার ৪৩. লিনিয়ামোট আসাম থেকে ডাকার কোন স্থাপ পর্যন্ত বিস্তৃত? ক) নারায়ণগঞ্জ খ) টঙ্গী গ) পাগলা ঘ) ডেমরা ৪৪. বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার খুব দ্রুত বিস্তার লাভ করছে। প্রায় সবার হাতেই মোবাইল এখন স্বাভাবিক ব্যাপার। এটি কী নির্দেশ করে? ক) প্রযুক্তির সঠিক ব্যবহার খ) বিজ্ঞানের উন্নতি, প্রসার ও তার সহজলভ্যতা গ) বিজ্ঞানের অনাকাক্সিক্ষত উন্নতি ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিকতা ৪৫. মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি কী? ক) সচিব খ) মন্ত্রী গ) উপ-সচিব ঘ) কমিশনার ৪৬. নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ কি? ক) বিচার বিভাগ খ) আইনের সাম্য গ) আইনের প্রাধান্য ঘ) আইন মন্ত্রণালয় ৪৭. পূর্ব পাকিস্তাতনের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন? ক) ৯ মার্চ খ) ১১ মার্চ গ) ১৫ মার্চ ঘ) ২০ মার্চ ৪৮. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কী? ক) ডায়েট খ) কংগ্রেস গ) নেচেট ঘ) হাউজ অব কমন্স * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জাহেদ সাহেবের দুই মেয়ে। এক মেয়েকে সরকারী স্কুলে ভর্তি করাতে পারেন। কিন্তু অন্য মেয়েটি সুযোগ না পাওয়াতে তাকে বেসরকারী স্কুলে ভর্তি করাতে বাধ্য হন। বেসরকারী স্কুলের বেতন অনেক বেশি। ৪৯. মানুষ গ্রাম হতে শহরমুখী হচ্ছে। যার ফলে কেন্দ্রীয় শহরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা শহরমুখী হওয়ার কারণ হলো- ক) ধনতন্ত্র খ) সমাজতন্ত্র গ) মিশ্র ঘ) পুঁজিবাদী ৫০. ১৯৭০ সালের নির্বাচনের পর ভুট্টো-ইয়াহিয়া যে ষড়যন্ত্র করেন তার প্রত্যক্ষ ফলাফল কোনটি? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (গ) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (খ) ৬. (গ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (ক) ১০. (ক) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (গ) ২০. (ঘ) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ক)
×