ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৪৮, ২ জানুয়ারি ২০১৬

একাদশ শ্রেণির পড়াশোনা

১. লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ সম্পর্কে নিচের কোনটি সর্বাপেক্ষা সঠিক ক) পল্লি­বাংলার সাহিত্যশিল্পী খ) সমাজসচেতন সাহিত্যশিল্পী গ) আধুনিক মুসলিম সাহিত্যশিল্পী ঘ) যুগ সচেতন সাহিত্যশিল্পী ২. জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র কতটি? ক) ১৫টি খ) ৩২টি গ) ৫০টি ঘ) ১৬২টি ৩. 'সাহিত্য খেলা' প্রবন্ধের নামকরণ কীভাবে করা হয়েছে- ক) বিষয়বস্তুর উপর ভিত্তি করে খ) অর্নিহিত তাৎপর্যের উপর ভিত্তি করে গ) প্রতীকের উপর ভিত্তি করে ঘ) সাহিত্য আলোচনার উপর ভিত্তি করে ৪. 'শুন্য যে নদীর তীরে রহিনু পড়ি'-উক্তিটিতে প্রকাশ পেয়েছে লেখকের- র. অতৃপ্ত বেদনার্ত মনোভাব রর. যন্ত্রণাময় জীবনবোধ ররর. অসহায় মনোভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫. ‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘বিফল তপে’ মজেছিলেন- ক) ভুলি কমল কানন খ) অবরেণ্যে বরি গ) সুখ পরিহরি ঘ) সঁপি কায়-মন: ৬. আঠারো বছরের তরুণেরা কেমন বেগে চলে? ক) হাওয়ার বেগে খ) ঝড়ের বেগে গ) বাম্পের বেগে ঘ) ট্রেনের বেগে ৭. 'যৌবনের গান' প্রবন্ধে লেখক মাতৃরূপ দেখেছন- র. শ্মশানঘাটে রর. গোরস্থানে ররর. সমুদ্র সৈকতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. ‘পাঞ্জেরি’ কবিতায় জাহাজ যাত্রার প্রতিকূলতার ছবি কী? ক) ভাবস্তু খ) গূঢ়ার্থ গ) অরূপ ঘ) বাচ্যার্থ ৯. ‘যৌবনের গান’ প্রবন্ধের মমতারস শব্দটির ব্যাসবাক্য কোনটি? ক) মমতা মিশ্রিত রস খ) মমতার রস গ) মধুর রস ঘ) মমতা ভরা রস ১০. 'কলিমদ্দি দফাদার' গল্পে কোন নদীর কথা বলা হয়েছে? ক) শীতলক্ষ্যা খ) ধলেশ্বরী গ) ব্রহ্মপুত্র ঘ) বুড়িগঙ্গা ১১. সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণসাধনের জন্যে প্রয়োজন- র. পুরুষ-সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন রর. নারীজাগরণ ররর. নারীশিক্ষার প্রসার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. ‘বিলাসী’ গল্পে বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে - র. সমাজজীবনের অনুদারতা ও রক্ষণশীলতা রর. সমাজজীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ররর. অসাম্প্রদায়িক মানসিকতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. ‘হৈমন্তী’ গল্পে হৈমন্তীর করুণ পরিণতিকে ত্বরান্বিত করেছিল কোনটি? ক) হৈমন্তীর চারিত্রিক দৃঢ়তা খ) অপুর নিষ্ক্রিয়তা গ) অপুর প্রতিবাদ ঘ) হৈমন্তীর প্রতিবাদ ১৪. ‘জীবন-বন্দনা’ কবিতায় ‘যাযাবর’ শব্দটির অর্থ কী? ক) অস্যভ্য উপজাতি খ) উচ্ছৃঙ্খল মানুষ গ) ভ্রাম্যমাণ জাতি ঘ) আদিম মানুষ ১৫. তপুর সিটে নতুন ছেলেটা কত দিন ছিল? ক) তিন বছর খ) দুই বছর গ) মাত্র কয়েকদিন ঘ) নতুন এসেছে মাত্র ১৬. ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হলো দুর্নীতি - এ সংজ্ঞা কে দিয়েছেন? ক) দুর্নীতি দমন কমিশন খ) অধ্যাপক লাস্কি গ) কার্ল মার্কস ঘ) জাতিসংঘ ১৭. ‘সোনার তরী’ কবিতায় ‘ওগো তুমি কোথা যাও’- উক্তিটি কৃষক কী উদ্দেশ্যে করেছে? মাঝির- ক) পরিচয় জানার জন্য খ) গন্তব্য জানার জন্য গ) দৃষ্টি আকর্ষণের জন্য ঘ) নৌকা তল্লাশি করার জন্য ১৮. লেখকের প্রকৃত কাজ- ক) খেলনা তৈরি খ) প্রয়োজনীয় গ) ব্যর্থ ঘ) অব্যর্থ ১৯. লেখক অশ্রুবিহীন কান্না হিসেবে কল্পনা করেছেন কোন মাসের প্রচন্ড রোদকে? ক) চৈত্র মাসের খ) বৈশাখ মাসের গ) জৈষ্ঠ্য মাসের ঘ) ভাদ্র মাসের ২০. ‘দুর্গত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হিসেবে তুমি কোনটিকে সমর্থন কর? ক) দুর+গত খ) দু:+গত গ) দু+গর্ত ঘ) দু+অবগত ২১. আলোর দেবতা কে? ক) তারুণ্য খ) বার্ধক্য গ) প্রবীণ ঘ) নেতা ২২. ‘মার্তন্ডপ্রায়’ শব্দের অর্থ - ক) চন্দ্রের মতো খ) সূর্যের মতো গ) আলোর মতো ঘ) অন্ধকার প্রায় ২৩. কোনটিকে অনেকেই আধুনিকতার অংশ মনে করে? ক) অবাধ মেলামেশা খ) মাদকগ্রহণ গ) অনৈতিকতা ঘ) পতিতাবৃত্তি ২৪. 'সুশাসন' বলতে বোঝায়- র. রাষ্ট্র পরিচালনায় সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা রর. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ররর. রাষ্ট্র পরিচালনায় দলীয় লোকজনের প্রতি পক্ষপাত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. কার বাগানের শখ অদ্যাবধি কল্পনাতেই পুষ্পিত হয়েছে? ক) ইউনুসের খ) মতিনের গ) মকসুদের ঘ) ইয়াসিনের ২৬. ‘ব্যক্তিজীবন অসার’- এ উপলব্ধি কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত? ক) শূন্য নদীর তীরে রহিনু পড়ি খ) সকলি দিলাম তুলে থরে-বিথরে গ) শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে ঘ) এপারেতে ছোট খেত আমি একেলা ২৭. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় বিরহিণীর দশার কথা কোথায় উল্লেখিত রয়েছে? ক) চর্যাপদে খ) বৈষ্ণব কবিতায় গ) শ্রীকৃষ্ণকীর্তনে ঘ) ডাক ও খনার বচনে ২৮. 'বিলাস' গল্পে বিলাসী ভয়ে নীল হয়ে গিয়েছিল- ক) পোড়ো বাড়েতে ন্যাড়াকে দেখে খ) মুত্যুঞ্জয়কে সাপে কাটতে দেখে গ) মৃত্যুঞ্জয়কে বমি করতে দেখে ঘ) লাঠিসহ গ্রামবাসীকে দেখে ২৯. হৈমনীর বাবা হৈমন্তীকে কী নামে ডাকতেন? ক) হৈম খ) বুড়ি গ) হৈমন্তী ঘ) শিশির ৩০. ‘জিজ্ঞাসু’ শব্দটি ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) কৌতূহলী অর্থে খ) প্রশ্ন অর্থে গ) জানা অর্থে ঘ) অভিমান অর্থে ৩১. 'ডেরা' শব্দটির অর্থ কী? ক) অস্থায়ী বাসস্থান খ) স্থায়ী বাসস্থান গ) লুকোনোর জায়গা ঘ) সুবিশাল গর্ত ৩২. 'বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থায় মানুষের মধ্যে ভোগবাদী প্রবণতা বেড়ে যাচ্ছে'- এখানে 'ভোগবাদী' কথাটির তাৎপর্য কী? ক) এপিকিউরাসের বিপথগামী শিষ্যদের পাপমূলক সুখের মতবাদ খ) এপিকিউরাসের সুখভোগের মতবাদ গ) একিকিউরাসের অন্যায় উপায়ে সুখ-শান্তি উপভোগ ঘ) এপিকিউরাসের সেই মতবাদ, যার মাধ্যম ইহজীবনে সুখ আসে ৩৩. ‘কবর’ কবিতায় বৃদ্ধ কন্যার সৌন্দর্যকে কীসের সঙ্গে তুলনা করেছেন? ক) রামধনুর ঔজ্জ্বল্য খ) ফুুটফুটে পরী গ) রক্তাক্ত সন্ধ্যা ঘ) সোনালি প্রভাত ৩৪. হুমায়ূন আহমেদ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন- ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে খ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ) নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৩৫. প্রায় সমগ্র নারীজাতির কথা উল্লেখ কথা উল্লেখ আছে- ক) 'পদ্মরাগ' গ্রন্তে খ) 'সুলতানার স্বপ্ন' গ্রন্থে গ) 'স্ত্রীজাতির অবনতি' প্রবন্ধে ঘ) 'ভ্রাতা-ভগ্নি' গল্পে ৩৬. ‘রম্ভা’ শব্দ ‘বিলাসী’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) আম খ) জাম গ) কলা ঘ) রসনা ৩৭. ‘জীবন-বন্দনা’ কবিতার শেষ পর্যায়ে কবি যাদের কথা ঘৃণার সাথে উচ্চারণ করেছেন- র. কৃষক রর. ক্ষুদ্রমনা ররর. কূপমন্ডূক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৮. এইচআইভি সংক্রমিত হয় কোন প্রক্রিয়ায়? ক) এক বিছানায় ঘুমালে খ) এক পুকুরে গোসল করলে গ) করমর্দন করলে ঘ) রক্ত আদান-প্রদান করলে ৩৯. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে বামপন্থী বলে স্বীকৃত কে? ক) মকসুদ খ) আমজাদ গ) ইউনুস ঘ) এনায়েত ৪০. পূর্ব বাংলার প্রকৃতি কবিমনে কী সৃষ্টি করেছে? ক) বিষণ্নতার খ) ভাবালুতার গ) অজস্র অনৃভবের ঘ) বিস্ময়বোধের ৪১. ‘ম্যান অ্যান্ড সুপারম্যান’ নাটকটির রচয়িতা কে? ক) সৈয়দ ওয়ালীউল্লাহ খ) জজ বার্নার্ড শ গ) মার্টিনো ঘ) কাল মার্কস ৪২. আজকাল রুণী কী করছে? ক) রাজনীতি খ) আন্দোলন গ) সন্ত্রাসী কর্মকান্ড ঘ) ডাকাতি ৪৩. 'সোনার তরী' কবিতায় কবির ব্যক্তিজীবনের যে ভাব প্রকাশ পেয়েছে- র. ব্যক্তিস্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে রর. মানুষ নশ্বর কিন্তু সৃষ্টিকর্ম অবিনশ্বর ররর. সব মানুষই সময়ের দাসত্বে বন্দি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. হৈমন্তীর অপরাধ হলো- ক) তার বয়স ১৭ খ) তার বয়স ১৮ গ) তার বয়স ১৯ ঘ) তার বয়স ২০ ৪৫. 'বিলাসী' গল্পে উল্লেখিত দশম শ্রেণি ছিল- ক) ফোর্থ ক্লাস খ) ফার্স্ট ক্লাস গ) সেকেন্ড ক্লাস ঘ) থার্ড ক্লাস ৪৬. হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটির নাম কী? ক) নন্দিত নরকে খ) শঙ্খনীল কারাগার গ) আগুনের পরশমনি ঘ) লাল-সবুজের পালা ৪৭. বায়স-ফিঙের স্বভাব কীরূপ? ক) অন্যদের সাহায্য করা খ) অন্যদের তারা করা গ) অন্যদের গান শোনা ঘ) অন্যদের বিরক্ত করা ৪৮. ‘কবর’ কবিতায় স্বামীর মাথার ‘মাথাল’ কবরে ঝুলিয়ে দেওয়ার উদ্দেশ্য কী? ক) সামাজিক প্রচলিত প্রথা খ) এক ধরনের কুসংস্কার গ) কবরের চিহ্ন ধরে রাখা ঘ) ভালোবাসার আবেদন রক্ষা করা উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা। তবু জাগলে না? তবু তুমি জাগলে না? শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, দরিয়া-অথই ভ্রান্তি নিয়াছি তুলে। ৪৯. লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ সম্পর্কে নিচের কোনটি সর্বাপেক্ষা সঠিক উত্তর? ক) পল্লিবাংলার সাহিত্যশিল্পী খ) সমাজসচেতন সাহিত্যশিল্পী গ) আধুনিক মুসলিম সাহিত্যশিল্পী ঘ) যুগ সচেতন সাহিত্যশিল্পী ৫০. জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র কতটি? ক) ১৫টি খ) ৩২টি গ) ৫০টি ঘ) ১৬২টি সঠিক উত্তর: ১. (খ) ২. (গ) ৩. (ক) ৪. (খ) ৫. (খ) ৬. (গ) ৭. (ক) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ক) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (গ)
×