ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার বাতাসে নাইট্রোজেন দূষণ

প্রকাশিত: ০৩:৪৬, ২ জানুয়ারি ২০১৬

ঢাকার বাতাসে নাইট্রোজেন দূষণ

ঢাকার বাতাসে নাইট্রোজেন দূষণ বেড়ে গেছে। দশ বছরে ঢাকার বাতাসে নাইট্রোজেন দূষণের হার আশি ভাগ বেড়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি স্যাটেলাইটের গত দশ বছরের পর্যালোচনায় এই তথ্য বেরিয়ে এসেছে। পর্যবেক্ষণে বলা হয়, বাংলাদেশসহ এশিয়ার কিছু দেশে দূষণ বেড়েছে। বিশেষ করে ঢাকায় নাইট্রোজেন দূষণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। চীনে এই বৃদ্ধির হার শতকরা ২৫ ভাগ। কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই দূষণের মাত্রা ২০ থেকে ৫০ ভাগ কমেছে। নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নিঃসরিত হয়। এই গ্যাস মানুষের শ্বাসযন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে ভূমিকা রাখে বায়ুম-লের নিম্নভাগে ওজন গ্যাস বাড়াতেও। Ñস্টাফ রিপোর্টার
×