ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সে দুই জনের মৃত্যু, আহত কয়েক শ’

প্রকাশিত: ০৩:৩৯, ২ জানুয়ারি ২০১৬

ফিলিপিন্সে দুই জনের মৃত্যু, আহত  কয়েক শ’

ফিলিপিন্সে আতশবাজি ও এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত ও কয়েক শ’ লোক আহত হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে দেশটির ঐতিহ্যবাহী অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রী জ্যানেট গ্যারিন সাংবাদিকদের জানান, এক মাতাল একটি বিরাট আতশবাজি জড়িয়ে ধরলে বিস্ফোরণে তিনি মারা যান। আতশবাজিটি ‘গুডবাই ফিলিপিন্স’ হিসেবে পরিচিত। আতশবাজি বিস্ফোরিত হওয়ার পূর্বমুহূর্তে মাতাল লোকটি তা জড়িয়ে ধরেন। গ্যারিন আরও বলেন, বিস্ফোরণে তার চোয়াল ভেঙ্গে গেছে। তিনি এতটাই মাতাল ছিলেন যে গুডবাই ফিলিপিন্সকে জড়িয়ে ধরেন। বিস্ফোরণের পর লোকটিকে হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১০ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির ৮০ শতাংশ ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও ফিলিপিন্সের নাগরিকের মধ্যে একটি কুসংস্কার রয়েছে যে নববর্ষের রাতে কান ফাটানো আওয়াজ করলে মন্দ ভাগ্য দূর হয়। -ওয়েবসাইট
×