ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্র নিহতের প্রতিবাদ

কালিয়াকৈরে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ॥ ১২ কিমি যানজট

প্রকাশিত: ০৬:২৬, ১ জানুয়ারি ২০১৬

কালিয়াকৈরে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ॥ ১২ কিমি যানজট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ ডিসেম্বর ॥ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ ও যানবাহন ভাংচুর করা হয়। এতে মহাসড়কের উভয়দিকে অন্তত ১২ কিমি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবির মুখে স্থানীয় প্রশাসন মৌচাক-ফুলবাড়িয়া সড়কে টমটম চলাচল বন্ধের ঘোষণা দেয়। বুধবার দুপুরে বাড়ি থেকে ইঞ্জিনচালিত টমটমে কলেজ যাচ্ছিল রিফাত হোসেন (১৭)। পথে কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়া-মাওনা সড়কের ভান্নারা এলাকায় একটি পিকআপভ্যানের ধাক্কায় রিফাত নিহত হয়। বরাব মিছির আলী খান মেমোরিয়াল কলেজ থেকে এ বছর তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। এ ঘটনার প্রতিবাদে এবং ঘাতকের বিচার দাবিতে বৃহস্পতিবার ওই কলেজের শিক্ষার্থীরা ভান্নারা বাজার এলাকায় মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মৌচাক-ফুলবাড়িয়া সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা মিছিল নিয়ে মৌচাক বাসস্ট্যান্ডে যায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয়দিকে অন্তত ১২ কিমি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
×