ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনোয়ার হোসেনের কিডনি প্রতিস্থাপন জরুরী, বাঁচাতে সাহায্য করুন

প্রকাশিত: ০৬:১৩, ১ জানুয়ারি ২০১৬

আনোয়ার হোসেনের কিডনি প্রতিস্থাপন জরুরী, বাঁচাতে সাহায্য করুন

স্টাফ রিপোর্টার ॥ কিডনিরোগে আক্রান্ত আনোয়ার হোসেনের (৩০) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর দু’টি কিডনিই অকেজো প্রায়। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কু-েরচর ইউনিয়নের কলমিরচর ইউসুফ বেপারীকান্দিতে তাঁর বাড়ি। বর্তমানে তিনি রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। জরুরীভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর পিতা নূর মোহাম্মদ একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আনোয়ার হোসেন কবি নজরুল সরকারী কলেজ থেকে অনার্স এবং ঢাকা কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তিনি। গত ২০১৪ সাল থেকে তিনি কিডনি রোগে ভুগছেন। বর্তমানে ডায়ালাইসিস করানোর মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায় সম্বল ফুরিয়ে গেছে। চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭২২৭১৭০৬০ (বিকাশ) ও ০১৭১৬৪৭৬৬১৪। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-আনোয়ার হোসেন, এক্সিম ব্যাংক লিঃ, মাওনা শাখা, শ্রীপুর, গাজীপুর, হিসাব নং-২০১২১০০১৭৩২৬২। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×