ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী তৎপরতা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে

নতুন বছরে শুরু হচ্ছে জঙ্গী দমনে বিশেষ অভিযান

প্রকাশিত: ০৪:২৯, ১ জানুয়ারি ২০১৬

নতুন বছরে শুরু হচ্ছে জঙ্গী দমনে বিশেষ অভিযান

শংকর কুমার দে ॥ নতুন বছরে জঙ্গী দমনে শুরু হচ্ছে বিশেষ অভিযান। বিদায়ী বছরের শেষের দুই মাসে এসে মাথাচাড়া দিয়ে ওঠে জঙ্গী তৎপরতা। বিদায়ী বছরের গত দুই মাসে অন্তত শতাধিক জেএমবির জঙ্গীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গীদের জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে বিদায়ী বছরে জঙ্গী নাশকতা ও হামলার যে পরিকল্পনা নেয়া হয় তা ভ-ুল করে দিতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। নতুন বছরে যাতে জঙ্গীরা আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন্য জঙ্গীবিরোধী বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, বিদায়ী বছরে দুই বিদেশী নাগরিক হত্যাকা-ের মধ্য দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে জঙ্গী তৎপরতা। তারপর তাজিয়া মিছিলে বোমা হামলা, দুই পুলিশ হত্যা, প্রগতিশীল প্রকাশক হত্যা, প্রগতিশীল লেখক ও ব্লগারদের কুপিয়ে আহত, সিরাজগঞ্জ ও দিনাজপুরে দুই খ্রীস্টান ধর্মযাজককে হত্যার উদ্দেশ্যে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বোমা হামলা, বড় দিন ও খ্রীস্টীয় নববর্ষ বরণে হামলা ও নাশকতার পরিকল্পনা, জঙ্গীবিরোধী ব্যাপক অভিযান ও জঙ্গী গ্রেফতারের মধ্য দিয়ে শেষ হয় বিদায়ী বছর ২০১৫। এমনকি জঙ্গী তৎপরতার আন্তর্জাাতিক রূপ দিতে দেশে আইএস জঙ্গীর অস্তিত্বের আত্মপ্রকাশ ঘটানোর জন্য একের পর এক জঙ্গী সাইটে ঘোষণা দেয়া হয়। এর মধ্যে রাজধানীর মিরপুর, গাজীপুর ও চট্টগ্রামে দুইটি জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ জঙ্গী গ্রেফতার ও অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, বোমা-গ্রেনেড উদ্ধার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত দেশের ছয়টি জঙ্গী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে গত ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছে আনসারুল্লাহ বাংলা টিম। এর আগে নিষিদ্ধ করা আরও ৫ জঙ্গী সংগঠন হচ্ছে, হরকাতুল জিহাদ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), শাহাদাত আল হিকমা এবং হিযবুত তাহরির। বিদায়ী বছরের শেষ দিকে এসে যখনই কোন জঙ্গী তৎপরতা হয়েছে, তখনই আইএস সাইট থেকে প্রচার করে বলেছে, এটা তারা ঘটিয়েছে। আর সরকারের পক্ষ থেকে বার বারই বলা হয়েছে, বাংলাদেশে কোন আইএসের কোন সাংগাঠনিক ভিত্তি নেই। এটা দেশী ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আইএস নামটা ব্যবহার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন বছরে দেশে জঙ্গীবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হবে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বরে সচিবালয়ের নিজ কার্যালয়ে পৌরসভা নির্বাচনের পর জঙ্গী প্রবণ এলাকায় জঙ্গীবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
×