ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে খতিবদের কাজ করতে হবে

প্রকাশিত: ০৪:১৬, ১ জানুয়ারি ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে খতিবদের কাজ করতে হবে

পররাষ্ট্র্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যরে ধর্ম। ইসলাম নিয়ে আজ রাজনীতি করার চেষ্টা হচ্ছে। অথচ আল্লাহর রসুল দাওয়াত দিয়েছেন সেখানে কোন রাজনীতি ছিল না। আমরা বিশ্বাস করি, জনগণের ধর্মীয় মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের জীবন-জীবিকার সার্বিক সহযোগিতা দেয়া সরকারের দায়িত্ব। আর এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা আলেম-ওলামাদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান্নোন্নয়নে কাজ করে যাচ্ছি। মঙ্গলবার রাজশাহী বিভাগে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীনি দাওয়াতের প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। -বিজ্ঞপ্তি জনপ্রশাসনে নিয়োগ প্রশিক্ষণ : সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উদ্যোগে কমিশন ভবনে ‘বাংলাদেশের জনপ্রশাসনে নিয়োগ ও প্রশিক্ষণ : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শফিউল আলম, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধানগণ এবং এ্যাসোসিয়েশন অব নন-গভঃমেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×