ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩শ’ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

প্রকাশিত: ০৪:০৮, ১ জানুয়ারি ২০১৬

৩শ’ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকটি টায়ার-টু মূলধনের শর্ত পূরণে এ বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর বিষয়টি বাস্তবায়ন করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে ব্যাংকটি। পরে সংশ্লিষ্ট রেগুলেটরি প্রতিষ্ঠানে আবেদন করবে। সূত্রে আরও জানা গেছে, ব্যাংকটি সিদ্ধান্ত নিয়েছে সাধারণ সভার তারিখ, সময় ও ভেন্যু পরে ঘোষণা করবে। বর্তমানে যমুনা ব্যাংকের পরিশোধিত মূলধন ৬১৪ কোটি ১২ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার এ্যামারেল্ড অয়েলের বোনাস বিওতে জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যামারেল্ড অয়েল লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার এ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে এ্যামারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×