ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোট বাতিলের দাবিতে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:৫১, ৩১ ডিসেম্বর ২০১৫

ভোট বাতিলের দাবিতে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জেলা আওয়ামীলীগ প্রশাসনিক ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাবনা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে হারানোর অভিযোগ তুলেছে। অভিযোগে জানানো হয়েছে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিপুল টাকার বিনিময়ে স্বতন্ত্র মেয়র কামরুল হাসান মিন্টুর পক্ষে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মোশারফ হোসেন, এ্যাড. বেলায়েত আলী বিল্লু, আজমত আলী বিশ্বাস, তোজাম আলী মাষ্টার, আমজাদ হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ মেয়র প্রার্থীর সমর্থকরা দুপুরে ভোট বাতিলের দাবিতে পাবনা টার্মিনাল মহাসড়ক প্রতীকি অবরোধও পালন করে।
×