ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লগার রাজীব হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, ৬ জনের জেল

প্রকাশিত: ২০:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৫

ব্লগার রাজীব হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, ৬ জনের জেল

অনলাইন ডেস্ক॥ আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ তিন বছর আগের রাজীব হত্যা মামলায় রায় ঘোষণা করেন। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার প্রকৌশলী আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলার রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়েছে। এর মধ্যে দিয়ে দেশে সাম্প্রতিক বছরগুলোতে ব্লগার ও লেখক-প্রকাশকসহ মুক্তমতের মানুষের ওপর হামলা-হত্যার প্রথম রায় এলো। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীল পল্লবী থানাধিন পলাশনগরে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
×