ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিরমানির অভিযোগ

প্রকাশিত: ২০:২৮, ৩১ ডিসেম্বর ২০১৫

কিরমানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ক্রিকেটারদের আত্মজীবনীতে বিতর্কিত প্রসঙ্গ ওঠা নতুন নয়। তা নিয়ে তুলকালাম আগেও হয়েছে। এ বার নিজের আত্মজীবনীতে সে রকমই বিতর্কের গন্ধ ছড়ানোর কথা আগাম জানিয়ে রাখলেন সৈয়দ কিরমানি। সদ্য বোর্ডের জীবনকৃতি পুরস্কার সিকে নাইডু খেতাবে মনোনীত প্রাক্তন ভারতীয় উইকেটকিপার কিরমানি বলেছেন, ভারতীয় দলে সতীর্থদের কাছে কী ভাবে বৈষম্যের শিকার হয়েছেন সেটা জানাবেন আত্মজীবনীতে। যা কিছু দিনের মধ্যেই প্রকাশিত হবে। ‘‘আমি অন্যদের ইগোর শিকার। আমার সঙ্গে সত্যিই এটা ঘটেছে। আমার সতীর্থদের কেউ কেউ পরে নির্বাচক হয়েছিল। তখনও আমি ঘরোয়া ক্রিকেট খেলেছি। ১৯৮৬ থেকে ১৯৯৩ এই সময়টায়। দারুণ পারফর্ম করেছিলাম। ফিটনেস দুরন্ত ছিল। কোনও বিতর্কেও জড়াইনি। তবু আমায় নির্বাচন করা হয়নি। আমার বইয়ে এ সব কথা থাকবে, ’’ বলেছেন তিনি। তবে তাঁর আত্মজীবনীর নাম এ দিনও ফাঁস করেননি কিরমানি। পাশাপাশি কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টরের কাজ চালিয়ে যেতে না বলার জন্যও তিনি হতাশা ছিলেন বলে জানিয়েছেন কিরমানি। ‘‘ছয় বছর কেএসসিএ-র ডিরেক্টর ছিলাম। তার পর ‘ধন্যবাদ’ বলে সরিয়ে দেওয়া হল আমাকে। কিন্তু কেন? কী খারাপ চালাচ্ছিলাম? এর পিছনেও কাজ করেছে কিছু লোকের ইগো,’’ এ দিন অভিযোগ তাঁর। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×