ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরের ৬টি পৌরসভার মধ্যে ৫টিতে আ’লীগ ও ১টিতে বিএনপি বিজয়ী

প্রকাশিত: ১৯:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৫

নাটোরের ৬টি পৌরসভার মধ্যে ৫টিতে আ’লীগ ও ১টিতে বিএনপি বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের ৬টি পৌরসভার মধ্যে ৫টিতে আওয়ামীলীগ ও ১টিতে বিএনপি মনোনিত প্রার্থী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা ভোট গ্রহন শেষে বুধবার রাতে বিজয়ী মেয়র প্রার্থীদের নাম ঘোষনা করেন। নাটোর সদর পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত উমা চৌধুরী জলি ১৯হাজার ২৬৫ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ এমদাদদুল হক আল মামুন পেয়েছেন ১৬হাজার ২০৬ভোট। নলডাঙ্গা পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত শফির উদ্দিন মন্ডল ৩হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম বিএনপির আব্বাস আলী নান্নু ১হাজার ৬৯৫ ভোট পেয়েছেন। সিংড়া পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত জান্নাতুল ফেরদৌস ১৪হাজার ৫৭০ ভোটে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে, অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামিম আল রাজি মো: শিহানুর রহমান পেয়েছেন ৪হাজার ৩৯৩ ভোট। নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৯হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন নারিকেল গাছ পেয়েছেন ৫হাজার ৪৯৪ ভোট, গোপালপুর পৌরসভায় বিএনপি মনোনিত প্রার্থী ৪হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের রোখসানা মোর্ত্তুজা লিলি পেয়েছেন ৩হাজার ৯৯২ ভোট। বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামীলীগের আব্দুল বারেক সরদার ৫হাজার ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শরিফুল হক মুক্তা পেয়েছেন ৩হাজার ৮১ ভোট।
×