ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ৮ উইকেটে

প্রকাশিত: ১৯:১২, ৩১ ডিসেম্বর ২০১৫

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ৮ উইকেটে

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয় ওয়ানডেতে গাপটিলের ঝড় ব্যাটিং এ নিউজিল্যান্ড যখন মাত্র ১১৭ রান তাড়া করেছিল মাত্র ৮.২ ওভারে তখন মনে হয়ছিল বাকি ম্যাচগুলোতে একক অধিপত্য থাকবে বিজয়ী দলছির। কিন্তু আজ তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়র ২৭৬ রানের টার্গেট ২ উইকেট হারিয়ে ৪৬.২ ওভারেই অতিক্রম করে ফেলে শ্রীলঙ্কা। ফলে ৫ ম্যাচ সিরিজের তিনটির মধ্যে ২-১ এর নিউজিল্যান্ডের পক্ষে থাকলেও সিরিজের ফরাফল কার অনুকুলে যাবে তা নিয়ে ভাবতে হচ্ছে দর্শকদের। মোটকথা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পেরেছে। বছরের শেষ দিনে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নিধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড করে ২৭৬ রান। অধিনায়ক উলিয়ামশন ৫৯ রান সর্বচ্চ হলেও প্রথম সারির অন্যান ব্যাটসম্যরাও মোটামুটি একটি সন্মাজজনক স্কোর করলে দলের রান এই স্থানে পৌঁছায়। ২৭৭ এর জয়েল লক্ষমাত্র নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্ক প্রথম থেকেই মারমুখী ব্যাটিং শুরু করে। গুনথালকা ৬৫, তিলকারতেœ ৯১ রান করে আউট হলেও থ্রিরুমানা ৮৭ ও চান্তিমাল ২৭ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে। ৪৫ বলে ৬৫ রান করার সুবাদে ম্যন অফ দ্যা ম্যাচ হয়েছেন গুনথালকা।
×