ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইকাও’এ যোগ দিলেন গ্রুপ ক্যাপ্টেন নাজমুল

প্রকাশিত: ০৭:৪২, ৩১ ডিসেম্বর ২০১৫

আইকাও’এ যোগ দিলেন গ্রুপ ক্যাপ্টেন নাজমুল

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান চলাচল সংস্থার পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম নাজমুল আনাম আন্তজার্তিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আঞ্চলিক অফিসে যোগ দিয়েছেন। বুধবার সকালে তিনি নতুন কর্মস্থল ব্যাঙ্ককে যোগ দেন। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৮টি দেশের ফøাইট স্ট্যান্ডার্ড দেখভাল করবেন। তিনি ওই অফিসের ব্যাঙ্কক শাখায় ফ্লাইট সেইফটি কনসালটেন্ট হিসেবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনিই একমাত্র বাঙালী যিনি ইকাও-এ এ ধরনের পদে অধীনস্থ হলেন। তিনি ২০১২ সালে মাত্র তিন মাসের মধ্যে বাংলাদেশকে আইকাও-এর কালো তালিকামুক্ত করার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মূলত তখনই তার মেধা ও দূরদর্শিতার বহির্প্রকাশ ঘটায় তাকে নতুন কর্মস্থলে নিয়োগের জন্য বিবেচনায় নেয়া হয়। নাজমুল আনাম গত দুই বছরের অধিক সময় ধরে নিরলস পরিশ্রম করে বেসামরিক বিমান চলাচলসংক্রান্ত সকল আইনের খসড়া, এতদ্সংক্রান্ত বিধি, নতুনভাবে রেগুলেশন্স প্রণয়নে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ বিমানের যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে বাংলাদেশকে ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর ক্যাটাগরি-২ হতে ক্যাটাগরি-১ এ উন্নীত করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে প্রস্তুুত করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন। এরই ওপর ভিত্তি করে এখন আশা করা যায়, কয়েক মাসের মধ্যে বেসামরিক বিমান চলাচল আইন সংসদে পাস হওয়ার পর এফএএ অডিট সাপেক্ষে বাংলাদেশ বিমান পুনরায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে। নতুন কর্মস্থলে যোগ দেয়ার আগে নাজমুল আনাম জনকণ্ঠকে বলেন, এভিয়েশন খাতে বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ খুব দ্রুত এ অঞ্চলের এভিয়েশন খাতের অনুকরণীয় হিসেবে বিবেচিত হবে। আইকাও-এর একজন কর্মকর্তা হওয়ায় এ দেশের এভিয়েশনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
×