ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপর্যুপরি বিমান হামলায় বিপর্যয়ের মুখে আইএস

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৫

উপর্যুপরি বিমান হামলায় বিপর্যয়ের মুখে আইএস

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান অভিযানে প্যারিস হামলায় জড়িত ব্যক্তিরাসহ ইসলামিক স্টেস্টের ১০ নেতা নিহত হয়েছে। এক মার্কিন মুখপাত্র এ কথা জানান। এর ফলে ইরাকী বাহিনীর হাতে রামাদি শহর থেকে বিতাড়িত হওয়ার পর জঙ্গী দলটি আবারও বড় ধরনের এক বিপর্যয়ের মুখে পড়ল। খবর ইয়াহু নিউজের। সেনাবাহিনী ইসলামিক স্টেটের কাছ থেকে রামাদির কেন্দ্রস্থল পুনর্দখলের পর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি শহরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ বিজয় কয়েক দফা পরাজয়ের পর তার সেনাবাহিনী পুনর্গঠনের কৌশলের পক্ষে যুক্তি যোগাতে পারে। ইউএস আর্মি কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, এক মাসের মধ্যে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) ১০ নেতাকে হত্যা করেছি। তাদের মধ্যে কেউ কেউ প্যারিস হামলার সঙ্গে জড়িত ছিল। তিনি আইএসের বিরদ্ধে মার্কিন নেতৃত্বে চলমান অভিযানের অন্যতম মুখপাত্র। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে আরও হামলা চালানোর পরিকল্পনা ছিল। ই-সিগারেট সেবনে নিষেধাজ্ঞা ধূমপানের মতো ক্ষতি হয় না মনে করে বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করেন ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট। তবে গবেষকরা বলেছেন, সিগারেটের মতোই ক্ষতিকর এটি। মালয়েশিয়ায় ই-সিগারেট সেবনকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় ই-সিগারেট মার্কেটে পরিণত হয়েছে দেশটি। তাই কর্তৃপক্ষ ই-সিগারেট সেবনে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিচ্ছে। -এএফপি ‘অতিরিক্ত’ মেকআপ করায়... অতিরিক্ত মেকআপ করার ‘অপরাধে’ বাস থেকে নামিয়ে দেয়া হলো এশীয় বংশোদ্ভূত জাহরা সাদিক নামে ১৫ বছরের এক কিশোরীকে। এমন ঘটনা ঘটেছে লন্ডনে। সে তার বয়স অনুযায়ী হাফটিকেট নিয়ে বাসে বার্মিংহাম যাচ্ছিল? কিন্তু গোলযোগ বাধে টিকেট চেকিংয়ের সময়? হাফটিকেট ও অত্যধিক সাজসজ্জা দেখে কন্ডাক্টর জাহরার বয়সের প্রমাণ চান। সেটি না পেয়েই ভুয়া বয়স ও ইচ্ছাকৃত হাফটিকেট কাটার অপরাধে বাস থেকে তাকে নামিয়ে দেয়া হয় বলেই জাহরার অভিযোগ?-ডেইলি মেইল
×