ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য গোপন করে ক্ষতির মুখে ফেসবুক

প্রকাশিত: ০৩:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৫

তথ্য গোপন করে ক্ষতির মুখে ফেসবুক

২০১২ সালে শেয়ার বাজারে তালিকাভুক্তির আগে ফেসবুকের বিরুদ্ধে আর্থিক তথ্য গোপন করার অভিযোগ দুটি মামলা দায়ের করা হয়েছিল। এখন মার্কিন একটি আদালত বলেছে যে সেই মামলা চলতে কোন সমস্যা নেই। ফেসবুক কর্তৃপক্ষ আর্থিক তথ্য গোপন করার কারণে যেসব বিনিয়োগকারী তাদের অর্থ হারিয়েছেন তারা চাইলে দলবদ্ধভাবে সেই ক্ষতিপূরণের টাকা দাবি করতে পারবে। আদালত এ সিদ্ধান্ত দেয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে তারা এ সিদ্ধান্তে হতাশ এবং এর বিরুদ্ধে আপীল করবে। ২০১২ সালে শেয়ার বাজারে আইপিও ছাড়ার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ বাজার থেকে ১৬ বিলিয়ন ডলার তুলেছিল। বিনিয়োগকারীরা বলছেন, ফেসবুকের শেয়ারের দাম বেশি ধার্য করা হয়েছিল। সেজন্য বেশি দামে ফেসবুকের শেয়ার কিনে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ৭ জানুয়ারি থেকে স্মার্টফোন ও ট্যাব এক্সপো আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। এতে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতোমধ্যে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজুসহ বিভিন্ন ব্র্যান্ড তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী। তিনি জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×