ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢালিউড সালতামামি

প্রকাশিত: ০৩:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৫

ঢালিউড সালতামামি

অপু বিশ্বাস বেশ ক’বছর ধরেই ঢালিউড পাড়ায় বেশ আলোচিত নায়িকা। এবার তাঁর মাত্র তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘দুই পৃথিবী’, ‘লাভ ম্যারেজ’ এবং ‘রাজা বাবু’। এর মধ্যে প্রথম দুটি বেশ সফল। মাহিয়া মাহী অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যাও তিন। ‘বিগ ব্রাদার’, ‘ওয়ার্নিং’ এবং ‘অগ্নি-২’। অগ্নির মতো সিক্যুয়াল অগ্নি-২ও সাড়া জাগিয়েছে দর্শকদের মাঝে। নায়িকা হিসেবে মুক্তি পেয়েছে ববির দুটি ছবি। ‘এ্যাকশন জেসমিন’ ও ‘ব্ল্যাকমেইল’। দুটোই মোটামুটি দর্শক টানতে পেরেছে। তবে, মুক্তির দিকে থেকে সব নায়িকাকেই ছাড়িয়ে গেছেন পরীমনি। অভিষেকের বছরই মুক্তি পেয়েছে প্রায় চলচ্চিত্র। শুরুটা ‘ভালবাসা সীমাহীন’ দিয়ে। অতঃপর একে একে মুক্তি পেয়েছে ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’ এবং ‘মহুয়া সুন্দরী’। এছাড়াও একাধিকবার সেন্সর বোর্ডে আটকে যাওয়া ভয়ানক নির্মমতার সাক্ষী নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটিতে সাহসী মেয়ে রেশমা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। ছবিটি এখনও সেন্সর বোর্ডে আটকে আছে। গুণী নির্মাতা আব্দল্লাহ্ আল মামুনের শেষ ছবি ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছিল এই বছর মুক্তি পাওয়া পপি অভিনীত একমাত্র চলচ্চিত্র। স্বাস্থ্য সচেতনতামূলক ছবিটিতে ‘মায়ের ভূমিকা’য় ছিলেন পপি। পপিকে এখন ছোট পর্দাতেই বেশি দেখা যায়। ছোট পর্দায় ব্যস্ত থাকা আরেক নায়িকা নিপুণ অভিনীত ‘কার্তুজ’ মুক্তি পায় বছরের শুরুর দিকে। ডিসেম্বরে মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘শোভনের স্বাধীনতা’। বছরের একদমই শেষদিকে আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে নিপুণের। নাম, ‘স্বর্গ থেকে নরক’। নিপুণের বিপরীতে আছেন ফেরদৌস। অন্যদিকে নায়িকা কেয়া অভিনীত চলতি বছরে একমাত্র ছবি ‘ব্ল্যাকমানি’। তবে পুরো বছরই আলোচনায় ছিলেন মৌসুমী হামিদ। ‘ব্ল্যাক মানি’, ‘জালালের গল্প’ এবং ‘ব্ল্যাকমেইল’ ছবিতে যা দেখিয়েছেন অভিনয় দক্ষতা, কেবল তাই তাঁকে আলোচনায় রাখার জন্য যথেষ্ট। বছরের শুরু থেকেই বেশ আলোচিত ছিলেন নুসরাত ফারিয়া। প্রথম আলোচনায় আসেন উপস্থাপনা নিয়ে। দীর্ঘদিন ছোট পর্দায় উপস্থাপনায় থেকে অবশেষে নিজেকে সরিয়ে নেন। এরপর আলোচনায় আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহীর পরিবর্তে জাজ মাল্টিমিডিয়ার নতুন মুখ হিসেবে। নায়িকা হিসেবে অভিষেক হওয়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকির জন্য গণমাধ্যমে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান। এ নির্মাতার ‘অন্তরঙ্গ’ ও ‘ভুল যদি হয়’ শিরোনামের দুটি সিনেমায় অভিনয় করেন আলিশা। এ বছরের ৬ নবেম্বর ‘অন্তরঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এতে আলিশার বিপরীতে অভিনয় করেন ইমন। নায়ক শাকিব খান অভিনীত পাঁচটি ছবি মুক্তি পেয়েছে এ বছরে। ছবিগুলো হলো, ‘এই তো প্রেম’, ‘দুই পৃথিবী’, ‘লাভ ম্যারেজ’, ‘আরও ভালবাসবো তোমায়’ এবং ‘রাজা বাবু’। এগুলোর প্রায় প্রত্যেকটিই পেয়েছে দর্শক সাফল্য। এই সাফল্য যতটা না ছবির কারণে, তার চেয়ে বেশি নায়ক সাকিবের কারণে। তাঁর নিজেরই বহু ভক্ত ইতোমধ্যেই তৈরি হয়ে আছে দেশের আনাচে-কানাচে। চিত্রনায়ক ফেরদৌস অভিনীত এই বছরের একমাত্র চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’। অন্যদিকে এ বছর তিনি কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। আনিসুর রহমান মিলনের ছবি মুক্তি পেয়েছে দু’টি। ‘ব্ল্যাকমেইল’ ও ‘ভালোবাসার গল্প’। মিলনের আরেকটি ছবি ‘লালচর’ও মুক্তি পাওয়ার কথা রয়েছে। নায়ক নীরব বছরজুড়ে আলোচিত ছিলেন বিয়ের কারণে। ২০১৪ সালের ডিসেম্বরে পালিয়ে বিয়ে করে রীতিমতো হৈচৈ ফেলে দেন এই ‘লাভার বয়’। সেই রেশ থেকেছে চলতি বছর জুড়েও। এ বছর নীরবের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘গেইম’। বাপ্পির বছর শুরুটা ‘গু-া দ্য টেররিস্ট’ দিয়ে। এরপর মুক্তি পেয়েছে আরও দু’টি চলচ্চিত্র। ‘লাভার নাম্বার ওয়ান’ ও ‘আজব প্রেম’। আশা অনুযায়ী সাফল্য পায়নি চলচ্চিত্রগুলো। ‘পোড়ামন’খ্যাত সাইমনেরও তিন ছবি মুক্তি পেয়েছে এবার। ‘এ্যাকশন জেসমিন’, ‘ব্ল্যাকমানি’ ও ‘চুপি চুপি প্রেম’। আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়নি একটিও। ঢালিউডের আলোচিত পাঁচ খবর ১. প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ১৬ মে দুপুরে আনুষ্ঠানিকভাবে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে তাদের প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করে। জাজের সিইও আলিমুজ্জামান খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। যদিও বছর শেষ না হতেই আবারও জাজে ফেরার কথা শোনা গেছে মাহীর। ২. কিছুদিন আগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করে আলোচিত হন চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে অবশ্য দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হয়েছে। ৩. টলিউডের ‘রাজকাহিনী’ ছবিটি নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন জয়া আহসান। সৃজিতের ওই ছবিতে জয়া ‘অপ্রয়োজনীয়’ কিংবা ‘আপত্তিকর’ দৃশ্যে অভিনয় করেছেন বলেও অনেক সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। জয়ার সেই দৃশ্যটি রীতিমতো অনলাইনে ভাইরাল। ৪. ব্যতিক্রমী গল্পের ছবি ‘জালালের গল্প’ ও ‘গাড়িওয়ালা’। এবার ৮৮তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। এ ছাড়া আন্তর্জাতিক অনেক পুরস্কারও এসেছে ছবিটির ঝুলিতে। অন্যদিকে আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ ছবিটিও বিদেশে প্রশংসা কুড়িয়েছে। পেয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা। ৫. বছরের শুরুর দিক থেকেই শোনা যাচ্ছিল এই বছর অভিনয়ে ফিরবেন শাবনূর। সেই কথা সত্য হয়েছে। অবশেষে ডিসেম্বর মাসে একটি ক্রোকারিজ পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়ে অভিনয়ে ফিরেছেন তিনি।
×