ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বাসে নিশ্বাসে

প্রকাশিত: ০৩:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৫

বিশ্বাসে নিশ্বাসে

মোঃ রিদ্ওয়ানুর রহমান ১৫ আগস্ট ১৯৭৫Ñ বাঙালী হারিয়েছিল তাদের জাতির পিতাকে, আর বিশ্ব হারিয়েছিল সুযোগ্য, সুমহান এক নেতাকে। পঁচাত্তরপরবর্তী সময়ে বাংলার জনসাধরণের আর বুঝতে বাকি রইল না- “জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন।” যে শকুনের বীজ এখনও সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা আজও অন্তরে মেনে নিতে পারেনি সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে পাক হানাদার বাহিনীর শাসন-শোষণ আর বৈষম্যমুক্ত, বঙ্গবন্ধুর হাতে গড়া এই সোনার বাংলাকে। পাকি প্রেমিকেরা আজও হুংকার দেয়, সেই হুংকারে তারা জানান দিতে চায় পাকি প্রেমিকদের অস্তিত্বের উপস্থিতির কথা, জানান দিতে চায় পাকিস্তান ভিন্ন তারা অন্যকিছু কাস্মিনকালেও ভাবেনি, ভাবে না এবং ভাববেও না! সমগ্র দেশবাসী এর দৃষ্টান্ত দেখছে। একটি স্বাধীন সার্বভৌম এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দেয়ার জন্য যারা সবকিছু দিয়েছেন তারা আমাদের মা, আমাদের বোন, তারা আমাদের মহান মুক্তিযোদ্ধা, মহান শহীদ। জাতির এই বীর সন্তানদের নিয়ে যারা সজ্ঞানে অবমাননাকর বিরূপ মন্তব্য করে যাচ্ছেন তারা জ্ঞানপাপী, তাদের বিচারের আওতায় আনা উচিত। সত্যিই যদি তারা পাকিস্তানপ্রেমী না হতেন তাহলে তারা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারতেন না। তাদের বিশ্বাসে পাকিস্তান, তাদের নিশ্বাসে পাকিস্তান, তাদের অস্তিত্বে পাকিস্তান, এমনকি তাদের অন্তরেও পাকিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
×