ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরাগ বাঁধে চলছে বস্তি উচ্ছেদ

প্রকাশিত: ০৭:৫২, ৩০ ডিসেম্বর ২০১৫

তুরাগ বাঁধে চলছে বস্তি উচ্ছেদ

বিডিনিউজ ॥ উড়াল সড়ক ও চার লেনের রাস্তা নির্মাণের জন্য রাজধানীর তুরাগ নদীর তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার দিকে উত্তরার আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী হাকিম মশিউর রহমান। কোন নোটিস না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে বস্তির বাসিন্দারা অভিযোগ তুললেও ডিএমপির পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। চার লেনের রাস্তা ও উড়াল সেতু নির্মাণের জন্য এ উচ্ছেদ অভিযান চলছে। প্রাথমিকভাবে নিজ উদ্যোগে স্থায়ী-অস্থায়ী সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের একঘণ্টা সময় দেয়া হয়।
×