ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বোমায় নিহত দু’জঙ্গীর পরিচয় মেলেনি, অস্ত্র আইনে দুই মামলা

প্রকাশিত: ০৭:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৫

গাজীপুরে বোমায় নিহত দু’জঙ্গীর পরিচয় মেলেনি, অস্ত্র আইনে  দুই মামলা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৯ ডিসেম্বর ॥ র‌্যাবের জঙ্গীবিরোধী অভিযান পরিচালনার সময় রবিবার রাতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং বোমা বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মোঃ সেলিম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় এ দু’টি মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার দু’দিন পর মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত দু’জঙ্গীর পরিচয় পাওয়া যায়নি। এমনকি নিহতদের খোঁজে এ পর্যন্ত ঘটনাস্থল, হাসপাতাল বা থানায় কেউ আসেনি। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, রবিবার রাতের ওই ঘটনায় র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মোঃ সেলিম খান বাদী হয়ে সোমবার রাতে জয়দেবপুর থানায় পৃথক দুইটি মামলা দয়ের করেছেন। নিহত দুই জঙ্গীর লাশ মঙ্গলবার বিকেল পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। মঙ্গলবারও নিহতদের পরিচয় না পাওয়া গেলে বুধবার বেওয়ারিশ হিসেবে তাদের লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
×