ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে চার পুলিশকে সাময়িক অব্যাহতি

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটে চার পুলিশকে সাময়িক অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ ডিসেম্বর ॥ মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও সার্ভারে কর্মরত পুলিশের সদস্য জালাল উদ্দিনকে দায়িত্ব হতে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে পুলিশের কর্মকর্তাসহ চারজনকে সাময়িকভাবে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে। জানা গেছে, জেলা নির্বাচন কর্মকর্তা ও সার্ভারে পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্য জালাল উদ্দিন মঙ্গলবার দুপুরে নির্বাচন বিষয়ক কাজে লালমনিরহাট প্রেসক্লাবের সংবাদকর্মীরা গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ ঘটনায় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে সার্ভাররুমের সামনে বসে পুলিশ সদস্যের প্রত্যাহারের দাবি করেন। জেলা রিটার্নিং অফিসার ও এডিএম আব্দুল করিম সরকার ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যকে প্রত্যাহার করার নির্দেশ দেন। এদিকে শহরের পুরানবাজার কালীবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টাউন দারোগা) মনছুর আলী, কনস্টেবল মোতালেব হোসেন ও কনস্টেবল শামসুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছেন পুলিশ সুপার। কাউন্সিলর প্রার্থীকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৯ ডিসেম্বর ॥ জীবননগর পৌরসভার কাউন্সিলর প্রার্থী নুর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার নুরুল হাফিজ ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে এ দ- দেন। জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ডের ডালিম প্রতীকের প্রার্থী নুর আলম স্থানীয় পোস্ট অফিসপাড়ায় গণসংযোগ করছিলেন। এ সময় তিনি ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন। এ দৃশ্য এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা ভিডিও ধারণ করে রিটার্নিং অফিসারের নিকট জমা দেন। এ অভিযোগে তাকে দ- দেয়া হয়। সবচেয়ে বেশি ভোটার বগুড়ায় স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার ৯ পৌরসভার এক শ’ ৭৩ কেন্দ্রে ভোট গ্রহণের সকল কাজ সম্পন্ন হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার মধ্যরাত হতেই তারা (বিজিবি) টহল দিচ্ছে। সারাদেশের মধ্যে বগুড়া পৌর এলাকার ভোটার সবচেয়ে বেশি। ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় ওয়ার্ড সংখ্যা ২১টি। এখানে নারী ভোটার বেশি। মোট ২ লাখ ৪৮ হাজার ৫৪ ভোটারের মধ্যে নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৬শ’ ৮৯, পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৪শ’ ৫। ভোটকেন্দ্র ১শ’ ১টি। এরমধ্যে নির্বাচন কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ ও সাধারণের ভাষায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৮টি।
×