ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতির কাছে দুঃখপ্রকাশ সালাউদ্দিনের

প্রকাশিত: ০৪:৩০, ৩০ ডিসেম্বর ২০১৫

জাতির কাছে দুঃখপ্রকাশ সালাউদ্দিনের

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্ন দেখাই যায়, কিন্তু সেটাকে বাস্তব করে তোলা অনেক কঠিন। এবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে বিবেচিত ‘সাফ ফুটবলে’ চরম লজ্জার ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। যদিও এবার শিরোপা জয়ের মিশন নিয়ে এবার কেরল গিয়েছিল মামুনুল ইসলামরা। কিন্তু আফগানিস্তান ও মালদ্বীপের কাছে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়ে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়ে যায়। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয়টা ছিল যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যে স্বপ্ন দেখেছিলেন সেটা ভেঙ্গে যাওয়ার পর শেষ ম্যাচের এমন পরাজয় যেন জ্বালাটা বাড়িয়ে দিয়েছে। এমন লজ্জাকর ব্যর্থতার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন এবার তাই দুঃখপ্রকাশ করলেন। তিনি জাতির কাছে জাতীয় দলের ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সেই সঙ্গে দাবি জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে এবং সেজন্য বাফুফে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর এ হোটেলে দ্বিতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাউদ্দিন। প্রথমবারের মতো এবার বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলেছে বাংলাদেশ দল। উত্তরোত্তর উন্নতির পথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের ফুটবল। এর পেছনে ছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নিরলস প্রচেষ্টা ও বাফুফের নানামুখী পদক্ষেপ। তবে চলতি বছরের জুন থেকে একেবারেই সময়টা ভাল যায়নি। হঠাৎ করে উন্নতির ধারায় রাশ টানতে হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাল টুর্নামেন্টে রানার্সআপ হওয়া দলটি যেন হঠাৎ করেই উল্টোপথে হাঁটতে শুরু করে। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া, জর্দান, কিরগিজস্তান ও তকাজিকিস্তানের কাছে পরাজিত হয় বড় ব্যবধানে। এই ব্যর্থতার কারণে লোডভিক ডি ক্রুইফকে সরিয়ে ইতালির ফ্যাবিও লোপেজকে কোচ করা হয়েছিল। তিনিও দলকে ব্যর্থতা থেকে টেনে তুলতে না পারলে স্থানীয় কোচ মারুফুল হককে দায়িত্ব দিয়েছিল। কোচ হিসেবে সাফে ব্যর্থতা কাটিয়ে ওঠার কঠিন মিশনটাই প্রথম এ্যাসাইনমেন্ট ছিল তার। কিন্তু আরও বড় লজ্জা পেতে হয়েছে। আফগানিস্তানের কাছে ৪-০ ও মালদ্বীপের কাছে ৩-১ গোলের শোচনীয় পরাজয়টা কোনভাবেই সহনীয় নয়। পুরো বাংলাদেশ এই লজ্জা ভুলতে পারছে না। কারণ অস্ট্রেলিয়া-জর্দান-কিরগিজস্তান অনেক বড় ও শক্তিশালী দল এ দুটি দলের চেয়ে। ওইসব দেশগুলোর বিপক্ষে খেলে ওই একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই যেন লজ্জায় মাথা কাটা পড়েছে পুরো দেশবাসীর। বিষয়টা খুবই ব্যথিত করেছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এ ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করছি। সাফে ভাল করতে পারিনি সেজন্য দুঃখপ্রকাশ করছি।’ দলের ব্যর্থতার জন্য খোদ বাফুফে সভাপতি দুঃখপ্রকাশ করলেও ভেঙ্গে পড়েননি। পেছনের দিকে তাকিয়ে লাভ নেই, সাফে যা হয়েছে তা এখন অতীত। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। সেজন্য আশার বাণীও শুনিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘এখন আমাদের দুঃখের দিন। কিন্তু হতাশ হওয়ার কোন কারণ নাই। পাইপলাইনে আমাদের অনেক ভাল খেলোয়াড় আছে। আমাদের সবার চেষ্টা আছে এবং বাফুফে সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ভাল কোচিং স্টাফ দিয়ে দলকে আবারও গুছিয়ে তুলতে পারব। ভালমানের কোচিং স্টাফ আনার জন্য সাইফ পাওয়ারটেক আমাদের সহায়তা করবে।’
×