ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে কাশেম ড্রাইসেলসের

প্রকাশিত: ০৪:২১, ৩০ ডিসেম্বর ২০১৫

অকারণে দর বাড়ছে কাশেম ড্রাইসেলসের

কাশেম ড্রাইসেলসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১২ কার্যদিবসের মধ্যে মাত্র ৪ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৯০ টাকা ৮ পয়সা থেকে বেড়ে ১১৭ টাকা ৯ পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৭ টাকা ১ পয়সা বা ২৯ দশমিক ৮৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৪১ টাকা ২ পয়সা থেকে ১১৮ টাকা ৭ পয়সা পর্যন্ত। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে এ্যাপোলো ইস্পাত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) এ্যাকাউন্টে পাঠিয়েছে। এছাড়া কোম্পানিটি নগদ লভ্যাংশও বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাক ৩৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×