ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার জয় ১৭৭ রানে

প্রকাশিত: ২১:২১, ২৯ ডিসেম্বর ২০১৫

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার জয় ১৭৭ রানে

অনলাইন ডেস্ক ॥ মেলবোর্নে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৭৭ রানে জয়লাভ করেছে। গতকালের করা ১৭৯ রানে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়া আজ আর খেলতে নামেনি। অস্ট্রেলিয়া ৪৫৯ রানে এগিয়ে থাকা অবস্থায় আজ চতুর্থ দিন সকালে ২য় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আজ তারা ৮৮.৩ ওভার খেলে ২৮২ রানে অলআউট হয়ে যায়। এক সময় ওয়েস্ট ইন্ডিজের ইউকেট কিপার রামদিন ও অধিনায়ক হোল্ডার ৬ষ্ঠ উইকেট জুটিতে দৃড়তার পরিচয় দিলে মনে হচ্ছিল খেলাটি ৫দিনে গড়াবে। কিন্তু ১০০ রানের জুটিতে হঠাৎ ফাটল ধরান মার্শ। ওয়েস্ট ইন্ডিজের রান যখন ২৫০ তখন এই বোলার রামদিনের উইকেট নিলে খেলার চিত্র পাল্টে যায়। পরবর্তিতে অধিনায়ক হোল্ডর শেষ ব্যাটম্যনদের নিয়ে চেষ্টা করে দলের রান ২৮২ তে পৌছায়। রামদিন ৫৯ ও হোল্ডার ৬৮ রান করেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে লিয়েন ৩ ও মার্শ ৪ উইকেট পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছিল ২৭১ রান। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৫৫১ রান। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন লিয়েন। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া পর পর দুই ম্যাচে জিতে ২-০ তে এগিয়ে আছে।
×