ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রী আটক

শাহজালালে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বারোটি সোনার বার উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৫

শাহজালালে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বারোটি সোনার বার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারোটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ৬ কেজি ৬০০ গ্রাম। এ সময় শওকত (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস। সোমবার রাত সাড়ে নয়টায় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক শওকতের বাড়ি কুমিল্লার গৌরীপুরে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে করে আটক শওকত বিমানবন্দরে পৌঁছেন। পরে বিমানবন্দরের বে-০৭ এলাকা থেকে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সোনার বারগুলোর মধ্যে এক কেজি ওজনের ছয়টি এবং ১০০ গ্রাম ওজনের ছয়টি বার রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা।
×