ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বছরের সেরা আইকন

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৫

বছরের সেরা আইকন

পৃথিবীর সর্বত্রই লিওনেল মেসি ও কিম কারদাসিয়ানের প্রতি মানুষের আগ্রহ বিস্ময়কর। আর্জেন্টাইন ফুটবল স্টার ও মার্কিন টিভি তারকার প্রতি এমন আগ্রহ পুরো বিশ্বজুড়ে। আফ্রিকা থেকে ওশেনিয়া, ইউরোপ থেকে আমেরিকা সর্বত্রই এমন কৌতূহল। এ দুজন তারকা ২৬টি দেশের শ্রেষ্ঠ সার্চ পারসোনালিটিতে পরিণত হয়েছেন। অর্থাৎ ২৬টি দেশে লিওন মেসি ও কিম কারদাসিয়ানের গুগল সার্চে প্রথম হয়েছেন এই দুজন তারকা। তাদের পরেই আছেন আরেক ফুটবল তারকা রোনালদো। পর্তুগিজ এ তারকা ২১টি জাতির টপ সার্চ পারসোনালিটি। এছাড়া পপ স্টার নিকি মিনহাজ ও রিয়ানা যথাক্রমে ১৩ ও ১১টি দেশের প্রধান আগ্রহী ব্যক্তিত্ব। সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। বিশ্বব্যাপী গুগল ব্যবহারকারীরা এসব তারকাদের ব্যাপারে খোঁজ নিতে আগ্রহী ছিলেন। ফুটবল ও পপ স্টার ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতিবিদ ও বলিউড সুপার স্টারও এ তালিকায় ছিলেন। রাজনীতিবিদগণের মধ্যে জার্মান চ্যান্সেলর মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ছিলেন অন্যতম। বাংলাদেশের গুগল সার্চে প্রথম হয়েছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। সূত্র : টাইম
×