ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহবধূ খুন

প্রকাশিত: ০৫:২৯, ২৯ ডিসেম্বর ২০১৫

রাজধানীতে গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে নিজ বাসায় খুন হলেন এক গৃহবধূ। নিহতের নাম আরিফা বেগম (৬৫)। পুলিশ জানায়, সম্পত্তির বিরোধের জের ধরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সোমবার সকাল নয়টার দিকে মুরাদপুর এলাকার একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে আরিফা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। দুপুরের দিকে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। তিনি জানান, লাশের মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বাড়িটির মালিক ওই নারী। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। তিনি দুই মেয়ের মা। তারা রাজধানীর ধানম-ি এলাকায় থাকেন। ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওই নারী খুন হতে পারেন। তদন্ত চলছে।
×