ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাকে নিয়ে হাসান সিদ্দিকীর ব্যতিক্রমী গান

প্রকাশিত: ০৪:১৬, ২৯ ডিসেম্বর ২০১৫

মাকে নিয়ে হাসান সিদ্দিকীর ব্যতিক্রমী গান

স্টাফ রিপোর্টার ॥ মাকে নিয়ে ব্যতিক্রমী গান করলেন এই সময়ের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ কণ্ঠশিল্পী হাসান সিদ্দিকী। গানটির বৈশিষ্ট হচ্ছে শুধু ম আদ্যাক্ষর দিয়ে মাকে নিয়ে তথ্যবহুল গানটি রচিত হয়েছে। লেখার পাশাপাশি নিজের সুরে গানটি গেয়েছেন শিল্পী হাসান সিদ্দিকী। শুধু ম আদ্যাক্ষর দিয়ে মাকে নিয়ে লেখা গান সম্ভবত এটাই প্রথম। গানটির সঙ্গীত আয়োজন করেছেন আশিকুর রহমান। মাকে নিয়ে করা নতুন এই গানটির কথা, সুর ও গায়কী শ্রোতাদের ভাল লাগবে বলে আশাবাদী শিল্পী হাসান সিদ্দিকী। অচিরেই গানটি প্রকাশ করা হবে বলে জানান তিনি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। গানটি প্রসঙ্গে হাসান সিদ্দিকী বলেন, মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও মধুর একটি নাম। পৃথিবীর সবাই কম বেশি মাকে ভালবাসেন। মায়ের ভালবাসা ছাড়া জীবন অর্থহীন। পৃথিবীর সব মানুষের মতোই আমিও আমার মাকে অনেক অনেক ভালবাসী। আমার মায়ের পাশাপাশি পৃথিবীর সব মাকে উৎসর্গ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটি লিখেছি, সুর করেছি এবং গেয়েছি। গানটি আমার সঙ্গীত জীবনের অন্যতম সাধনার ফসল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভাল করার। গানের কথা ও সুর এবং আমার গাওয়ার ধরন শ্রোতাদের ভাল লাগবে বলে আমি আশা করি। শ্রোতাদের ভাল লাগলেই আমার শ্রম স্বার্থক হবে। এদিকে শিল্পী হাসান সিদ্দিকীর দ্বিতীয় একক এ্যালবাম খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। নতুন বছরে এ্যালবামটি প্রকাশ হবে বলে জানান তিনি। এর আগে প্রথম একক ‘দু’দিনের দুনিয়া’ এ্যালবামের গানগুলো শ্রোতাদের প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় তিনি তার দ্বিতীয় একক এ্যালবামের কাজ শুরু করেন। ফোক, ফিউশন, স্যাড, আধুনিক ও আধ্যাত্মিক ধাঁচের মোট ১০টি মৌলিক গান দিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। এ্যালবামের প্রত্যেকটি গানের সুরসহ মোট ৮টি গানের কথা লিখেছেন হাসান সিদ্দিকী নিজেই। আর একটি করে গান লিখেছেন সাজু আহমেদ ও তাপস চৌধুরী। নতুন এই এ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন হালের সম্ভাবনাময় সঙ্গীত পরিচালক মোঃ আশিকুর রহমান। নতুন এ্যালবাম প্রসঙ্গে হাসান সিদ্দিকী জানান, বর্তমান সময়ের শ্রোতাদের চাহিদা অনুযায়ী আমরা এ্যালবামের গানগুলোর কথা, সুর ও সঙ্গীত আয়োজন করার চেষ্টা করেছি। আশা করছি প্রথম এ্যলবামের মত দ্বিতীয় এ্যালবামের গানগুলোও সব ধরনের শ্রোতাদের ভাল লাগবে।
×