ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরমাণু নিরাপত্তা সম্মেলন ॥ মোদি ও নওয়াজকে আমন্ত্রণ ওবামার

প্রকাশিত: ০৪:০৪, ২৯ ডিসেম্বর ২০১৫

পরমাণু নিরাপত্তা সম্মেলন ॥ মোদি ও নওয়াজকে আমন্ত্রণ ওবামার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চমকে দেয়া বৈঠক এখন বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা শীঘ্রই আবার একটি বৈঠকে মিলিত হবেন। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মার্চে ওয়াশিংটনে এক সম্মেলনে যোগ দেবেন এই দুই নেতা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। বিশ্বের পারমাণবিক ক্ষমতাধর দেশ দুটির প্রধানকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনটি ২০১৬ সালের ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। ভারতীয় দৈনিক হিন্দু রবিবার জানিয়েছে, দুটি দেশই সম্মেলনে যোগদান করবে বলে আশা করা হচ্ছে। ২০১৪ সালের সম্মেলনে ওবামা চতুর্থ নিউক্লিয়ার সিকিউরিটি সামিট আয়োজনের ঘোষণা দেন। দেশ দুটির তিক্ত সম্পর্কের অবসানে মোদি ও নওয়াজের জন্য এই সম্মেলন হতে পারে ২০১৬ সালের প্রথম পরিকল্পিত সুযোগ। দেশ দুটির কর্মকর্তাদের মধ্যে চমকে দেয়া আনুষ্ঠানিক ধারাবাহিক বৈঠকের পর শুক্রবার মোদি লাহোর যান। গত এক দশকের বেশি সময় পর এটাই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সঙ্কেত। বৈঠকে উভয়পক্ষের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা মধ্য-জানুয়ারিতে শুরু করতে একমত হয়। হার্ভার্ড কেনেডি স্কুল অব গবর্নমেন্টের দ্য প্র্যাকটিস অব ডিপ্লোমেসি এ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের আর নিকোলাস বার্ন বলেন, দিল্লী ও ইসলামাবাদের মধ্যে আস্থার উন্নয়ন ঘটাতে হবে। একা প্রশান্ত মহাসাগর পাড়ি ব্রিটিশ নাগরিক জন বিডেন (৫৩) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ছোট্ট নৌকায় করে কোন বিরতি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন। পহেলা জুন যাত্রা শুরু করে প্রতিদিন গড়ে ১৫ ঘণ্টা করে নৌকা চালিয়ে তার সময় লেগেছে ২০৯ দিন। চার বছর আগে পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর। - বিবিসি আগ্নেয়গিরির সঙ্গে সেলফি! জীবনের ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসের নিক হাইক সেলফি তুলতে গিয়ে যা করেছেন তা করতে বোধহয় খুব কম লোকই সাহস পাবেন! তিনি ভানুয়াতুর এ্যামব্রিম দ্বীপের বেনবো নামে জীবন্ত আগ্নেয়গিরির লাভামুখের সামনে গিয়ে সেলফি তুলেছেন। নিকের বন্ধু ব্র্যাডলি এ্যাব্রোস বলেন, ভাবতে পারেন- গল গল লাভা বের হচ্ছে আর সেখানে গিয়ে সেলফি তুলছেন কেউ। নিক এ কাজই করেছে। - আনন্দবাজার পত্রিকা
×