ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারি ব্যাংকের ৫৯ শতাংশ শাখা অনলাইন সুবিধার বাইরে

প্রকাশিত: ০১:৪০, ২৮ ডিসেম্বর ২০১৫

সরকারি ব্যাংকের ৫৯ শতাংশ শাখা অনলাইন সুবিধার বাইরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন ব্যাংকিং সেবায় পিছিয়ে রয়েছে সরকারি খাতের ব্যাংকগুলো। বর্তমানে সরকারি ব্যাংকগুলোর প্রায় ৫৯ শতাংশ শাখা অনলাইন সুবিধার বাইরে রয়েছে। এতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এসব ব্যাংকের গ্র্রাহক। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে সরকারি খাতের এ আট ব্যাংকের মোট শাখা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩টি। এর মধ্যে অনলাইনের আওতায় এসেছে ২ হাজার ১১৬টি। শতকরা হিসাবে এ হার ৪১ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ এসব ব্যাংকের প্রায় ৫৯ শতাংশ শাখা এখনও অ্যানালগ। প্রতিবেদন অনুযায়ী, সরকারি ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভোপলমেন্ট এই পাঁচ ব্যাংকের ৩ হাজার ৬৮৭টি শাখার মধ্যে অনলাইন সুবিধার আওতায় এসেছে ২ হাজার ২৮টি। শতকরা হিসাবে এ হার ৫৫ শতাংশ। অন্যদিকে সরকারি খাতের বিশেষায়িত ২ ব্যাংক তথা বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ হাজার ৪০৬ শাখার মধ্যে অনলাইন সুবিধায় থাকা শাখার সংখ্যা মাত্র ৮৮টি। শতকরা হার মাত্র ৬ দশমিক ২৬ শতাংশ।
×