ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জেমিনি সী ফুডের দরবৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠন

প্রকাশিত: ০০:০১, ২৮ ডিসেম্বর ২০১৫

জেমিনি সী ফুডের দরবৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের শেয়ার অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে লেনদেন হওয়ায় কারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ১৯৮৫ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির গত ছয় মাসে শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৫০.০০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৪৫০.২০ টাকা। এদিকে কোম্পানিটির রিজার্ভ ৯০ লাখ টাকা ঋণাত্মক রয়েছে। উল্লেখ্য, গত ১৭ নবেম্বর জেমিনী সী ফুড ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১.৮৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১৪০.৩৩ টাকা (মাইনাস)। ঘোষিত এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টা ১৫ মিনিটে সেলিব্রিটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ৮ ডিসেম্বর।
×